কাপড়ে কলমের কালির দাগ তোলার উপায় ২০২৪

ঘরোয়া উপাদান দিয়ে কাপড় থেকে দাগ তোলার উপায়

কাপড়ে হুট করে কালি পড়লে কাপড়ের সৌন্দর্য নষ্ট হয়। কাপড়ে কলমের দাগ পড়ার ক্ষেত্রে মনে হয় স্কুলে পড়ুয়ারা এগিয়ে আছে। বাচ্চাদের স্কুল ড্রেসে কালি পড়ে ড্রেস নষ্ট করে ফেলে। নিচে কিছু সমাধান দিচ্ছি যেগুলো ফলো করে আপনি ঘরে বসেই সহজে দাগ মুছে ফেলতে পারবেন। একদম না মুছে গেলেও দাগ হালকা হয়ে যাবে। 
 
  1. কাগজ থেকে কলমের কালির দাগ তোলার উপায়
  2. রঙিন কাপড়ের দাগ তোলার উপায় ২০২৪
  3. কাপড় থেকে মার্কারের দাগ তোলার উপায়

লবন দিয়ে কালির দাগ দূর করার উপায়ঃ

কাপড়ের যে স্থানে কালি পড়েছে সেখানে ভিজিয়ে লবন দিয়ে রাখুন কিছুক্ষন। লবন ছিটানোর পর ওয়েট পেপার টাওয়েল দিয়ে ঘষে ঘষে দাগ তুলার চেষ্টা করুন। একেবাড়ে উঠে না গেলেও দাগ হালকা হয়ে যাবে আশা করি।

নেইল পালিশ রিমুভার দিয়ে কলমের দাগ তোলার উপায়ঃ

ড্রেসের যেখানে কালী পড়ছে সেখানে নেইল পালিশ রিমুভার দিয়ে ঘষতে থাকুন। দাগ উঠার পর ভালো ভাবে কাপড়টি ওয়াশ করে ফেলুন।

দাগ তুলতে ভিনেগারঃ

 ২ চা চামচ ভিনেগারের সঙ্গে ৩ চা চামচ কর্ণস্টার্চ মিশিয়ে পেস্ট তৈরি করে কালির স্থানে ভিনেগারের পেস্ট লাগাতে হবে। পেস্ট দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষন রেখে শুকিয়ে নিন। শুকানোর পর ব্রাশ দিয়ে ঘষে তুলে ফেলুন। 

চুলের স্প্রেঃ

চুলের স্প্রে দিন দাগের স্থানে। শুকিয়ে গেলে আবার দিন। এবার ব্রাশ দিয়ে নরম করে করে ব্রাশ করে দাগ তুলে ফেলার ট্রাই করুন। 


টুথ পেস্টঃ

পোশাকের দাগের জায়গায় টুথ পেস্ট দিয়ে কিছুক্ষন অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ব্রাশ করে করে তুলে ফেলুন। 

লেবুর রস ঃ

কালির দাগের জায়গায় লেবুর রস লাগিয়ে ঘষতে থাকুন। দাগ সম্পূর্ণ না উঠলেও হালকা হয়ে যাবে।  

কলমের কালির দাগ তোলা


মার্কারের দাগ তোলার উপায় কি?

মার্কার তো ২ রকম, আপনি যদি পার্মানেন্ট মার্কারের দাগ তুলার কথা বলেন তাহলে বলবো Hexisol, alcohol,methylated sprit দিয়ে পার্মানেন্ট মার্কারের দাগ তোলা যায়।


কাপড় কে দাগ মুক্ত রাখার উপায় কি?

  1. শার্ট এর পকেটে কলম বা মার্কার রাখা থেকে বিরত থাকুন
  2. চেষ্টা করুন কলম মার্কার এসব ব্যাগে রাখতে কিংবা বাইরে হাটার সময় লাগলে হাতেই রেখে দিতে
  3. শার্ট যেখানে সেখানে ফেলে রাখবেন না
  4. ময়লা জায়গায় বসে পরবেন না 

Next Post Previous Post