জীবনে ভালোবাসেনি এমন কেউ আছে এখন? কম বেশি অনেকেই ভুল প্রেমে পড়েই। যদিও ভুল সময়ে ভুল মানুষের প্রেমে পড়া ভালো না কিন্তু তবুও অনেক ছেলে মেয়ে এই ভুল প্রেমে পড়েই ভালোবাসার রোমান্টিক ছবি প্রেমের রোমান্টিক পিক খুজে খুজে বেড়ায়।
জানিনা আপনি কেমন ভালবাসার ছবি চান। প্রেমিক প্রেমিকার ছবি নাকি ছবিতে কবিতা লেখা রোমান্টিক ছবি। আমি চেষ্টা করবো কয়েক প্রকার এর ভালো বাসার ছবি এখানে আপলোড করতে।
রোমান্টিক ভালোবাসার পিকচার ছবি ডাউনলোড ফটো HD ২০২৪
- ভালোবাসার রোমান্টিক পিকচার
- ভালোবাসার পিকচার ডাউনলোড
- ভালোবাসার পিকচার মেসেজ
- ভালোবাসার পিকচার নতুন
ভালোবাসি তোমায় – রেদোয়ান মাসুদ
ভালোবাসি, ভালোবাসি তোমায়
জীবনের প্রতিটি পাতায় পাতায়
তোমার বেণীবাধা কেশের খোপায় খোপায়।
কারণে অকারণে খুঁজি তোমায়
তোমার উলটো দিকে পড়ে থাকা ছায়ায় ছায়ায়
তোমাকে দেখবার , তোমাকে পাবার আশায়
দাঁড়িয়ে থাকি রৌদ্রে পুড়ে রাস্তায় রাস্তায়।
মনের আবেগে হৃদয়ের টানে কাছে টানি তোমায়
শুধু দু’চোখ ভরে দেখার আশায়
তোমার টানা টানা চোখ, অপূর্ব চেয়ারায়
আলোকিত হয়েছে আমার পৃথিবীর প্রতিটি কানায় কানায়।
তুমিহীনা জীবন, তুমিহীনা পৃথিবী কিভাবে মানায়
এই কথা মনে এলে দু’চোখ ভাসে অশ্রুর বন্যায়
তোমার হৃদয়ে কখনও কি মনে হয়?
তুমিহীনা আমি বেঁচে থাকবো এই দুনিয়ায়।
ভালোবাসি, ভালোবাসি তোমায়
জীবনের প্রতিটি পাতায় পাতায়
আমার চোখ আর হৃদয়ের ভাষায়
বুঝে নিও কতোটা ভালোবাসি আমি তোমায়।
হৃদয় কথন © ইফফাত আরা ঐশী
তোমাকে ভালোবাসার অনুভূতি প্রকাশ করতে চাই না কেননা আমাকে বোঝার ক্ষমতা তোমার নেই।
তোমাকে নিয়ে লেখার উৎস খুঁজে পাই না কারণ লেখার মাঝে অনুভূতি গুলো মরীচিকায় পরিণত হয়েছে।
তোমাকে নিয়ে ভাবতে ভয় পাই কারণ তুমি যে আর ভাবনার মাঝে আসো না।
তোমার দেওয়া অবহেলা সইতে পারি না কারণ বুকের বা'পাশে চিন চিন ব্যাথা অনুভব করে।
তোমার অনুপস্থিতিতে তোমাকে ছাড়া কিছুই কল্পনা করতে পারি না কারণ তুমি আমার স্মৃতির মাঝে আবদ্ধ হয়ে আছো।
শুকনো পাতার মতো আমার অনুভূতি গুলো ঝড়ে গেছে কারণ তোমাকে হারানোর কারণ খুঁজে পাই না।
ভালবাসার রোমান্টিক ছবি কাপল পিক ডাউনলোড
"প্রিয়জন " লেখক - মেহেদী জাফরুল হাসান হিমু
"আমি কখনো কারও প্রিয়জন হয়ে উঠতে পারিনি, আমি প্রয়োজনেই সীমাবদ্ধ ছিলাম" আমাকে কেউ কখনো তার প্রিয়জন করে ডাকে নি, আমাকে ডেকেছে তার
প্রয়োজনে।
কারও যখন নিঃসঙ্গতায় বড্ড একা লাগছিলো, তখন সে আমাকে তাকে সঙ্গ দেওয়ার জন্য কাছে ডেকেছে। আমি আমার শত ব্যস্ততা ভূলে তার নিঃসঙ্গতা কাটাতে চেষ্টা করেছি। কিন্তু আমার যখন কারও জন্য নিজেকে নিঃসঙ্গ লাগছিলো সেই দিনগুলোতে আমাকে সঙ্গ দেওয়ার মতো তেমন কাউকেই পাইনি আমি।
কারও যখন আমার সাথে কথা বলতে প্রচন্ড ইচ্ছে হয়েছিলো তখন সে সময় নিয়ে আমার সাথে কথা বলেছে। আমি শুনেগেছি তার সবকিছু। কিন্তু আমার যখন কারও সাথে কথা বলতে প্রচন্ড ইচ্ছে হয়েছিলো তখন আমার সাথে কথা বলার মতো তেমন কাউকেই পায়নি। যে যার মতো শত ব্যস্ততা দেখিয়েছে আমাকে।
কারও খারাপ সময়ে যে আমাকে পাশে চেয়েছে। আমি সাত পাঁচ না ভেবে চেষ্টা করেছি তার পাশে দাঁড়াতে। আমি চেষ্টা করে গেছি তাকে একটু ভরসা দিতে, যে কিছু হবে না আমি আছি তোমার পাশে। কিন্তু আমার খারাপ সময়ে আমি তেমন কাউকেই আমার পাশে পায়নি। কেউ ভরসা দিয়ে বলেনি আমি তোমার পাশে আছি।
কারও যখন প্রচন্ড মন খারাপ হয়েছে তখন সে নির্ধিদায় আমার কাছে তার সেই মন খারাপের গল্প করেছে। আমি তখন খুব মনযোগ দিয়ে তার সেই মন খারাপের গল্পগুলো শুনে গেছি। কিন্তু দিনশেষে আমার যখন মন খারাপ হয়েছে আমি তেমন কাউকেই পায়নি আমার মন খারাপের গল্পগুলো শুনার মতো। যে যার মতো আমাকে সময়ের অজুহাত দেখিয়েছি।
আমি কারও বন্ধু হতে পেরেছিলাম কিন্তু কারও প্রিয় বন্ধু হয়ে উঠতে পারিনি। আমি কারও মানুষ হয়ে উঠতে পেরেছিলাম। কিন্তু কারও আপন মানুষ হয়ে উঠতে পারি নি। আমি কারও একাকিত্বের সঙ্গী হয়ে উঠলেও আমার একাকিত্বের সঙ্গী কেউই হয়ে উঠেনি। তাই প্রতিবার নিজেকে বুজেয়েছি আমাকে সবাই তার প্রয়োজনেই পাশে ডেকেছে প্রিয়জন করে কেউ কোনদিন ডাকেনি। তাই আমি সবার প্রয়োজনেই সীমাবদ্ধ কারও প্রিয়জন হয়ে উঠতে পারি নি।
আপন মানুষ ©আর রাফি
এমন একটা মানুষ দরকার, যার সম্পূর্ণটা একান্তই আমার হবে। নিজের ইচ্ছে মতো করে যাকে গড়ে তোলা যাবে। নিজের জীবনের সবচেয়ে গোপন কথাটা যাকে এক নিঃশ্বাসে বলে ফেলা যাবে।
এমন একটা মানুষ দরকার যাকে কিছু বলার আগে ভাবতে হবে না "সে কি ভাববে অথবা বলা ঠিক হবে কি না।" যার কাছে আমার নিজেকে প্রকাশ করতে বিন্দুমাত্র ভাবতে হবে না।
আমি আমার মায়ের কাছে যেমন নিরাপদ, ঠিক ঐ মানুষটার কাছেও যেন আমি তেমন নিরাপদ থাকি। সকল চাওয়া পাওয়ার ঊর্ধ্বে গিয়ে যে আমাকে সবচেয়ে গুরুত্ব দিবে, এমন একটা মানুষ লাগবে।
যার কোনো পিছুটান থাকবে না। তার ভালোলাগা, খারাপ লাগা সবকিছুতেই যেন শুধুই আমি থাকি। আমি ছাড়া যেন তার অস্তিত্ব বলতে কিছু না থাকে, তার পৃথিবীতে একমাত্র নাগরিক যেন আমি থাকি, আর কেউ না।
বিশেষ ঘোষণাঃ
ব্লগের ছবি ডাউনলোড করা, শেয়ার করা, নিষেধ। ডাউনলোড করলে, কোথাও শেয়ার করলে তার দায় ভার আপনার। ব্লগ, এডমিন দায় মুক্ত।
"কথা আছে"
বহুক্ষণ মুখোমুখি চুপচাপ, একবার চোখ তুলে সেতু
আবার আলাদা দৃষ্টি, টেবিলে রয়েছে শুয়ে
পুরোনো পত্রিকা
প্যান্টের নিচে চটি, ওপাশে শাড়ির পাড়ে
দুটি পা-ই ঢাকা
এপাশে বোতাম খোলা বুক, একদিন না-কামানো দাড়ি
ওপাশে এলো খোঁপা, ব্লাউজের নীচে কিছু
মসৃণ নগ্নতা
বাইরে পায়ের শব্দ, দূরে কাছে কারা যায়
কারা ফিরে আসে
বাতাস আসেনি আজ, রোদ গেছে বিদেশ ভ্রমণে।
আপাতত প্রকৃতির অনুকারী ওরা দুই মানুষ-মানুষী
দু‘খানি চেয়ারে স্তব্ধ, একজন জ্বলে সিগারেট
অন্যজন ঠোঁটে থেকে হাসিটুকু মুছেও মোছে না
আঙুলে চিকচিকে আংটি, চুলের কিনারে একটু ঘুম
ফের চোখ তুলে কিছু স্তব্ধতার বিনিময়,
সময় ভিখারী হয়ে ঘোরে
অথচ সময়ই জানে, কথা আছে, ঢের কথা আছে।