বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদনের নমুনা ফরম

বিনা বেতনে অধ্যয়নের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন পত্র লেখার নিয়ম | বাংলা ও ইংরেজিতে  দরখাস্ত লেখার নিয়ম ২০২৪

  1. বিনা বেতনে অধ্যয়নের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন পত্র
  2. বিনা বেতনে ছুটির জন্য আবেদন পত্র
  3. দরখাস্ত লেখার নিয়ম
  4. বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন পত্র লেখার নিয়ম

বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন


বরাবর

প্রধান শিক্ষক/অধ্যক 

………………………।

বিষয়ঃ বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন ।

জনাব,

সবিনয় নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের/কলেজের ……..শ্রেণির একজন নিয়মিত ছাত্র/ছাত্রী । আমার বাবা একজন সামান্য বেতনের চাকুরে । আমরা …..ভাই-বোনের প্রত্যেকেই স্কুল, কলেজ পড়ছি । বর্তমান বাজারে সব কিছুর অধিক দামের কারনে সংসার চালিয়ে আমাদের পড়াশুনার খরচ চালানো আমার পিতার পক্ষে সম্ভব নয় । এমতাবস্থায় আপনার সহযোগিতা না পেলে আমার পড়াশুনা এখানেই বন্ধ হয়ে যাবে ।

অতএব, মহোদয় সমীপে বিনীত আরজ এই যে, আমাকে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দিয়ে আমার ভবিষ্যৎ শিক্ষা জীবন অব্যাহত রাখতে মর্জি হয় ।

বিনীত নিবেদন

আপনার একান্ত বাধ্যগত ছাত্র/ছাত্রী

নামঃ…………………………….

শ্রেণিঃ………….রোলঃ………

বিভাগঃ……………..

তারিখঃ……………

বিশেষ দ্রষ্টব্য ঃ ........ এর জায়গায় আপনার তথ্য অনুযায়ী লেখা বসবে। আপনার রোল নাম্বার ক্লাস বিভাগ এসব আপনার অনুযায়ী বসিয়ে নিবেন। 


উপরের নিয়মটি বাংলায় আবেদন পত্র লেখার জন্য। নিচে পাবেন ইংরেজির জন্য ।

এখন সব কিছুই মোটামোটি ডিজিটাল রুপে চলে আসছে। করোনার জন্য বাংলাদেশেও ঘরে বসে নেটের মাধ্যমে লেখা পড়ার ট্রেন্ড চালু হয়ে গেছে। বই এর চেয়ে মানুষ এখন গুগল খুজে বেশি। হার্ড বুকের চেয়ে সফট বুক এর চাহিদা বাড়ছে।

আগে মানুষ বই খুজে উত্তর বের করতো আর এখন নেটে খুজে উত্তর বের করে।

আপনারা যারা বিনা বেতনে  অধ্যয়নের জন্য আবেদন এর নমুনা খুজছেন তাদের জন্য আজকের পোস্ট। আপনি এই পোস্টে বাংলা ও ইংরেজি তে বিনা বেতনে লেখাপড়ার দরখাস্ত পাবেন। ভালো লাগলে শেয়ার করে  রেখে দিতে পারেন। 


বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন পত্র ইংরেজি

আপাতত বাংলা দেখেন। পরে ইংরেজি আবেদন পত্র টি এড করে দিতে চেষ্টা করবো। আপাতত শেষ। আর  আসলে  ইংরেজির জন্যও প্রাই সেম নিয়ম ই। শুধু ভাষায় পরিবর্তন।

আসলে অনেক দিন স্কুল কলেজের এসব আবেদন পত্র লেখা হয় না এজন্য আবেদন চিঠি এই টপিকে লেখার জ্ঞান কমে গেছে। 


Next Post Previous Post