খারাপ স্বপ্ন বা দুঃস্বপ্ন দেখলে, ঘুমের মধ্যে ভয় পেলে সুন্নাহ অনুসারে আমল সমূহ

খারাপ স্বপ্ন বা দুঃস্বপ্ন দেখলে,  ঘুমের মধ্যে ভয় পেলে সুন্নাহ অনুসারে আমল সমূহ : স্বপ্ন ভয় এবং দোয়া ইউনুস 


  1. খারাপ স্বপ্ন দেখার কারণ কি হতে? স্বপ্নে অন্যের মৃত্যু দেখলে কি হয় জানেন কি?

আসুন জেনে নিইঃ

দুঃস্বপ্ন দেখলে বা ঘুমের মধ্যে ভয় পেলে সুন্নাহ অনুসারে আমল করবেন; ইনশাআল্লাহ্ কোনো সমস্যা হবে না।

দুঃস্বপ্ন দেখলে যা করতে হবে:

.
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘‘যখন তোমাদের কেউ এমন স্বপ্ন দেখে, যা সে অপছন্দ করে, তখন সে যেন তার বাম দিকে তিনবার থুথু নিক্ষেপ করে এবং আল্লাহর নিকট তিনবার শয়তান থেকে আশ্রয় চায় ও (শয়নের) পার্শ্ব পরিবর্তন করে।’’ [মুসলিম, আস-সহিহ: ২২৬২]
.
অন্য বর্ণনায় আরো এসেছে, স্বপ্নটি (খারাপ হলে) কারো নিকট প্রকাশ করবে না। তাহলে সেই স্বপ্ন তার কোন ক্ষতি করতে পারবে না। খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে। তবে, তার কোনো প্রিয় ব্যক্তির সাথে বলতে পারে। [বুখারি, আস-সহিহ: ৫৭৪৭]
.
অন্য বর্ণনায় এসেছে, সে তখন উঠে দুই রাকাত (নফল) সালাত আদায় করবে। [তিরমিযি, আস-সুনান: ২২৮০; আবু দাউদ, আস-সুনান: ৫০১৯; হাদিসটি সহিহ]
.
হাদিসের আলোকে আমরা যা করব:
.
১) দুঃস্বপ্ন দেখার পর বাম পাশে তিন বার থুথু ফেলবো। এটি প্রতীকি থুথু; মুখ ভর্তি করে থুথু ফেলতে হবে না। অনেকে ভয় পেলে নিজের বুকে যেভাবে থুথু দেয় মোটামুটি সেভাবে। (ভয় পেলে থুথু মারার কাজটি অর্থহীন)।
২) তিনবার ‘‘আ‘উযুবিল্লাহি মিনাশ শায়ত্বনির রজিম’’ পড়বো।
৩) যে পার্শ্বে ঘুমাচ্ছিলাম, সেটি পরিবর্তন করবো।
৪) খারাপ স্বপ্ন কারো নিকট বর্ণনা করবো না; তবে স্বপ্নের ব্যাখ্যা জানতে প্রয়োজনে কোন বিজ্ঞ আলেমের দারস্থ হবো।
৫) সম্ভব হলে উঠে দুই রাকাত নফল সালাত আদায় করবো।
৬) ঘুমের পূর্বে কিছু আমল করে ঘুমাবো। যেমন: আয়াতুল কুরসি, সূরা ফালাক-নাস-ইখলাস, ঘুমের দু‘আ ও ঘুমের পূর্বের যিকরগুলো ইত্যাদি।
৭) সম্ভব হলে অজু করে ঘুমাবো।
.
ঘুমের পূর্বের আমলের ব্যাপারে অন্য কোনো দিন আলোচনা করবো ইনশাআল্লাহ্।
.
❑ ঘুমের মধ্যে হঠাৎ ভয় পেয়ে ওঠলে নিচের এই দু‘আটি পড়তে হয়।
.
اَعُوْذُ بِكَلِمَاتِ اللّٰهِ التَّامَّاتِ مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ وَشَرِّ عِبَادِهِ وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِيْنِ وَأَنْ يَحْضُرُوْنِ ‏
.
[আ‘উযু বি কালিমা-তিল্লা-হিত তা-ম্মা-তি, মিন গাদ্বাবিহি, ওয়া ‘ইক্বা-বিহি, ওয়া শাররি ‘ইবা-দিহি, ওয়া মিন হামাযা-তিশ শায়া-ত্বীনি, ওয়া আন ইয়াহদ্বুরুন]
.
অর্থ: আমি আল্লাহর পরিপূর্ণ বাক্যসমূহ দ্বারা আশ্রয় চাই—তাঁর রাগ ও শাস্তি থেকে; তাঁর বান্দাদের অনিষ্ট থেকে; শয়তানদের উসকানি থেকে এবং আমার কাছে তাদের (শয়তানদের) উপস্থিতি থেকে।
.
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘তোমাদের কেউ ঘুমের মধ্যে ভয় পেলে, সে যেন বলে (উপরের দু‘আটি)। তা হলে, তারা (জ্বীন শয়তানেরা) তার কোনো ক্ষতি করতে পারবে না।’’ [তিরমিযি, আস-সহিহ: ৩৫২৮; হাদিসটি হাসান]
.
#Tasbeeh

ভয় তাড়ানোর দোয়া, কোন দোয়া পড়লে ভয় দূর হয্‌ ঘুমানোর দোয়া, ভয় পেলে কি করতে হয় বাচ্চাদের ভয় দূর করার উপায় ভয় দূর করার মন্ত্র দোয়া ইউনুস


Next Post Previous Post