হ্যাকার কি লগার অ্যাপস সফটওয়্যার প্রোগ্রাম ডাউনলোড ও ইউজের নিয়ম | বাংলায় হ্যাকিং টুলস

হ্যাকার কি লগার অ্যাপস সফটওয়্যার প্রোগ্রাম | মোবাইল ও পিসি কম্পিউটার এর জন্য হ্যাকিং টুলস কি লগার।

কি লগার কি? 
প্রোগ্রামার স্টাইলে ভারি ভারি কথা না বলে সহজ বাংলায় বললে কি লগার হচ্ছে কি বোর্ড এর কি লগ করার টুলস। অর্থাৎ আপনার ভিক্টিম তার মোবাইলে বা পিসিতে যাই টাইপ করবে তার লগই আপনার মেইলে চলে আসবে এমন হ্যাকিং অ্যাপস বা সফটওয়্যার এর নাম হইলো - 

কি লগার

কি লগার ফ্রি নাকি পেইড?
আসলে আপনি নিজেই কি লগার বানাতে পারবেন যদি কোডিং সম্পর্কে নলেজ থাকে। একদম প্রোগ্রামার হতে হবে এমন না, কিন্তু বুঝতে পারেন এমন নলেজ থাকতে হবে।
আর যদি কোডিং না পারেন তাইলে নেটে অনেক ফ্রি কি লগার পাওয়া যায় ।
বাট সেগুলো ইউজ করতে একটু সতর্ক থাইকেন কেননা আপনি যাদের টুলস ইউজ করবেন তারা যে আপ্নাকেই ভিক্টিমে পরিনত করবেনা তার কোন গ্যারান্টি নাই।

আরো দেখুনঃ হ্যাকিং করার জন্য ১০ টি টুলস ( সফটওয়্যার) 

হ্যাকার কি লগার অ্যাপস সফটওয়্যার

পিসি কম্পিউটার এর জন্য  ১০ টি কি লগার

  1.  Spyrix Free Keylogger 
  2. All In One Keylogger 
  3.  Total Logger 
  4.  NetBull Keylogger 
  5.  Perfect Keylogger 
  6. Elite Keylogger for Windows 
  7.  Revealer Keylogger PRO 
  8.  Viotto Keylogger 
  9.  pctattletale 
  10.  Actual Keylogger 
  11.  HomeGuard Activity Monitor 

Spyrix Free Keylogger 
এটির অন্যতম একটি সুবিধা হলো ইউজারের অগোচরে আপনি তার পিসির স্ক্রিন শট নিতে পারবেন। ক্লিপ বোর্ডে কপি করে রাখা লেখার এক্সেস নিতে পারবেন। এবং এই কি লগারটি ফ্রি। 

All In One Keylogger 
এই কি লগার আরো গভিরে কাজ করে! কি স্ট্রোক রেকর্ড করার পাশাপাশি ইউজারের লেখা, সাউন্ড, স্ক্রিন শর্ট ইত্যাদির এক্সেস ও পেতে পারবেন এটির মাধ্যমে। 

 Total Logger 
ইজি ইন্টারফেস। যারা এসব সফটওয়্যার এর সাথে তেমন পরিচিত না তারাও টোটাল লগার এর ইন্টারফেস দেখে বুঝতে পারবেন আশা করি।

 NetBull Keylogger 
আমার কাছে ভালো লাগেনি। প্যাচানো টাইপ। নিউবিদের জন্য কতটা সহজ হবে তা নিয়ে আমার সন্দেহ আছে। 

 Perfect Keylogger 
ব্যাসিক ইউজারদের জন্য ১৯ডলারের প্যাকেজ আছে। 
টাস্ক ম্যানেজারে লুকিয়ে রাখার সুযোগ আছে।

Elite Keylogger for Windows 
এটিও ইউজারের পিসিতে লুকিয়ে থাকতে পারে। 
আর অন্যান্য সুবিধা আগের কি লগার গুলোর মতই।


আপনারা যারা এইসব কি লগার ইউজ করবেন তারা নিজ দায়ে ইউজ করবেন কেননা এগুলোর রিস্ক এর জন্য আমি দায়ি নয়। আপনাদের কাউকে আক্রমণ করতে এই পোস্ট করিনি বরং জেনারেল নলেজ হিসাবে জানানোর জন্যই পোস্টে তথ্য গুলো শেয়ার করলাম।

মোবাইল এর জন্য কি লগার এর লিস্ট অন্য কোন দিন যুক্ত করে দিবো।
Next Post Previous Post