দক্ষিণ আফ্রিকার সামরিক শক্তি ও প্রতিবেশি দেশসমূহ সাথে রাজনৈতিক অবস্থান। রাজধানী, ইতিহাস, ধর্ম ও প্রেসিডেন্ট
আফ্রিকা মহাদেশের একটি অন্যতম দেশের নাম দক্ষিন আফ্রিকা। আফ্রিকার দক্ষিনে অবস্থানের কারনে এমন নাম এদেশের। খেলাধুলার কারনে অনেকেই দেশের নাম জানলেও দেশ সম্পর্কে তেমন জানেনা কিন্তু অনেকে জানতে আগ্রহী। আগ্রহীদের জন্যই আজ আমাদের এই পোস্ট।
পোস্ট থেকে দক্ষিন আফ্রিকা ও আফ্রিকার মূল বিষয় গুলো খুবি অল্প কোথায় জানতে পারবেন।
দক্ষিন আফ্রিকার ম্যাপ
দক্ষিণ আফ্রিকার সামরিক শক্তি
GFP এর করা সামরিক শক্তির তালিকাতে দক্ষিন আফ্রিকা ১৩৭ দেশের মধ্যে ২৯ তম অবস্থানে আছে। টপ ৩০ এর একটি দেশ।
আফ্রিকা মহাদেশে দক্ষিন আফ্রিকার আগে আছে মিশর এবং আলজেরিয়া।
মিশর এর অবস্থান টপ ১৫ এর মধ্যে থাকে।
দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্র প্রধানের নাম কি
- দক্ষিন আফ্রিকার প্রথম কালো কিংবা অশ্বেতাঙ্গ রাষ্ট্র প্রধান হলেন ম্যান্ডেলা ।
দক্ষিণ আফ্রিকার বর্তমান প্রেসিডেন্ট এর নাম কি?
- Cyril Ramaphosa
দক্ষিণ আফ্রিকার ধর্ম কি কি?
খ্রিস্টধর্ম এখানকার প্রধান ধর্ম; এছাড়া ঐতিহ্যবাহী আফ্রিকান ধর্ম, হিন্দু ধর্ম ও ইসলাম ধর্মও প্রচলিত
দক্ষিণ আফ্রিকার দেশসমূহ
- দক্ষিন আফ্রিকার আবার দেশসমূহ হবে কীভাবে আমি জানিনা কেননা দক্ষিন আফ্রিকা নিজেই একটি দেশ। যারা এই প্রশ্ন করেন তারা মেবি আফ্রিকা মহাদেশ এর সাথে দক্ষিন আফ্রিকা মিলিয়ে ফেলেন! আফ্রিকা একটি মহাদেশ এশিয়ার মত আর দক্ষিন আফ্রিকা একটি দেশ ভারত বাংলাদেশ এর মত দেশ তাই এর আলাদা দেশসমুহ নেই। দুঃখিত।
আরো দেখুনঃ আফগানিস্তান ও তালেবান
যায় হোক এবার চলুন জেনে আসি আফ্রিকা মহাদেশের দেশসমূহ এর নাম জেনে আসি।
আফ্রিকার ম্যাপ
আফ্রিকা কয়েকটা ভাগে ভাগ করা, উত্তর আফ্রিকা, সেন্টার আফ্রিকা, পশ্চিম আফ্রিকা।
উত্তর আফ্রিকা মূলত মুসলিম প্রধান।
- Algeria
- Angola
- Benin
- Botswana
- Burkina Faso
- Burundi
- Cabo Verde
- Cameroon
- Central African Republic (CAR)
- Chad
- Comoros
- Congo, Democratic Republic of the
- Congo, Republic of the
- Cote d'Ivoire
- Djibouti
- Egypt
- Equatorial Guinea
- Eritrea
- Eswatini (formerly Swaziland)
- Ethiopia
- Gabon
- Gambia
- Ghana
- Guinea
- Guinea-Bissau
- Kenya
- Lesotho
- Liberia
- Libya
- Madagascar
- Malawi
- Mali
- Mauritania
- Mauritius
- Morocco
- Mozambique
- Namibia
- Niger
- Nigeria
- Rwanda
- Sao Tome and Principe
- Senegal
- Seychelles
- Sierra Leone
- Somalia
- South Africa
- South Sudan
- Sudan
- Tanzania
- Togo
- Tunisia
- Uganda
- Zambia
- Zimbabwe
বাংলায় আফ্রিকা মহাদেশের নামের তালিকা
- আলজেরিয়া
- অ্যাঙ্গোলা
- বেনিন
- বোতসোয়ানা
- বুর্কিনা ফাসো
- বুরুন্ডি
- ক্যাবো ভার্দে
- ক্যামেরুন
- মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র (সিএআর)
- চাদ
- কোমোরোস
- কঙ্গো, গণতান্ত্রিক প্রজাতন্ত্রের
- কঙ্গো, প্রজাতন্ত্রের
- কোট ডি'ইভায়ার
- জিবুতি
- মিশর
- নিরক্ষীয় গিনি
- ইরিত্রিয়া
- এসওয়াতিনী (পূর্বে সোয়াজিল্যান্ড)
- ইথিওপিয়া
- গাবন
- গাম্বিয়া
- ঘানা
- গিনি
- গিনি-বিসাউ
- কেনিয়া
- লেসোথো
- লাইবেরিয়া
- লিবিয়া
- মাদাগাস্কার
- মালাউই
- মালি
- মরিতানিয়া
- মরিশাস
- মরক্কো
- মোজাম্বিক
- নামিবিয়া
- নাইজার
- নাইজেরিয়া
- আর
- রুয়ান্ডা
- সাও টোমে এবং প্রিনসিপে
- সেনেগাল
- সেশেলস
- সিয়েরা লিওন
- সোমালিয়া
- দক্ষিন আফ্রিকা
- দক্ষিণ সুদান
- সুদান
- তানজানিয়া
- তিউনিসিয়া
- উগান্ডা
- জাম্বিয়া
- জিম্বাবুয়ে
দক্ষিণ আফ্রিকার আয়তন কত?
দক্ষিণ আফ্রিকার আয়তন প্রায় ১২,২১,০৩৭ বর্গকিলোমিটার (বাংলাদেশের আয়তনের প্রায় সাড়ে আট গুণ ও ভারতের আয়তনের এক-তৃতীয়াংশের কিছু বেশি)।
দক্ষিন আফ্রিকার জনসংখ্যা
এখানে ৫ কোটি ৮০ লক্ষেরও বেশি অধিবাসী বাস করে, ফলে এটি বিশ্বের ২৪তম সর্বোচ্চ জনবহুল রাষ্ট্র। জনঘনত্ব খুবই কম, প্রতি বর্গকিলোমিটারে ৪২.৪ জন, যা বিশ্বে ১৬৯তম।
Dokkhin Afrikar Rajdhani?
রাষ্ট্রটির তিনটি রাজধানী আছে। প্রিটোরিয়া বা তশোয়ানে নির্বাহী রাজধানী, কেপটাউন আইন বিভাগীয় রাজধানী এবং ব্লুমফন্টেইন বা মানগাউং বিচার বিভাগীয় রাজধানী।