ইসলাম অনুযায়ী মুসলিম নারীদের সাজগোজ মেকআপ এর নিয়ম। মেয়েদের পর্দা ও স্বামীর জন্য যেসব মেকাপ জায়েজ।
ইসলাম অনুযায়ী মুসলিম নারীদের সাজগোজ মেকআপ এর নিয়ম। কপালে টিপ, ভ্রু প্লাক, লম্বা নখ ও ফেসিয়াল হারাম না হালাম?
একটু একত্র করলাম। ভুলত্রুটি নজরে পড়লে বা কিছু যোগ করার দরকার হলে কমেন্টে জানাবেন। আর এখনই শেয়ার কইরেন না। কিছু কারেকশন হোক, দুইদিন পরে বোনদের গ্রুপগুলোতে দিয়েন। ভাইদেরও জানা থাকা দরকার। আপাতত এটা দিয়ে কাজ চলুক, আলিমগণ আরও নিখুঁত কিছু আমাদের জন্য বানালে এটা ভুলে যাবেন।
পোস্টে যেসব প্রশ্নের উত্তর পাবেন
- ভ্রু প্লাক করা কি হারাম?
- লিপস্টিক দেওয়া কি হারাম?
- ফেসিয়াল করা কি হারাম?
- ভ্রু প্লাক করলে কি ক্ষতি হয়?
- বাসায় মেকআপ করা?
স্বামীর জন্য করা যাবে এমন জায়েয সাজ
কসমেটিকস ব্যবহারের কিছু সাধারণ নির্দেশনা রয়েছে। যেকোন কসমেটিক্স নারীর জন্য জায়েয হবার কয়েকটি মূলনীতি[2]—
- নন-মাহরাম দেখবে না
সৌন্দর্য বর্ধনের জন্য উঁচুনিচু দাঁত সমান করা জায়েয নেই। তবে যা চেহারাকে বিকৃত করে দেয়, এমন উঁচুনিচু হলে তা সমান করা জায়েয। তবে গ্যাপ কমানো-বাড়ানো জায়েয না [4]।
চুল স্ট্রেইট করা, কোঁকড়া করা, ফুলানো, ঢেউ খেলানো (হেয়ারড্রেসিং) এগুলো জায়েয। [5] ইমাম নববী রহ. ইমামুল হারামাইনের মত উল্লেখ করেন শরহুল মুহাযযাবে: বিবাহিতা নারীর যেমন চুলে মেহেদি লাগিয়ে রাঙানো জায়েয, তেমনি চুল কোঁকড়ানোও (curl) জায়েয। [6]
ক্রীম দিয়ে পীলিং বা ফেস-মাস্ক করে ব্ল্যাকহেড, ময়লা, দাগ দূর করা জায়েয[7]। তবে একটা কসমেটিক সার্জারি আছে যাকে বলে ‘ফেসিয়াল পীলিং’, যাতে চামড়ার উপরের একটা অংশ ফেলে দেয় বয়সের বলিরেখা দূর করার জন্য, এটা নাজায়েয[8]।
ক্রীম, কসমেটিক্স ব্যবহার করে ত্বকের ঔজ্জ্বল্য বাড়ানো, ফর্সা করা জায়েয যদি তা ক্ষণস্থায়ী হয়। স্থায়ী কিছু হলে জায়েয না।
চোখের পাপড়ি রঙ করা (mascara) জায়েয[9]। তবে আলগা পাপড়ি লাগান নাজায়েয।
স্বামীর জন্য চোখে রঙিন লেন্স পরা জায়েয [10]। কিন্তু পাত্রপক্ষকে দেখানো, নন-মাহরামের মাঝে নিষেধ।
লিপস্টিক ও ব্লাশার (গালে গোলাপী শেড দেয়া) ব্যবহার জায়েয, বিশেষ করে বিবাহিতাদের জন্য [11]।
এবার দেখি চলুন কোন কোন সাজ স্বামীর জন্যও করা যাবে না। সৃষ্টি বিকৃতির ভিতর পড়বে বা কাফিরদের অনুকরণের ভিতর পড়বে।
আলিমগণের মধ্যে কেউ নারীদের চুল কাটাকে মাকরুহ বলেছেন, কেউ হারাম বলেছেন, আর কেউ জায়িয বলেছেন।
নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: ‘সেই নারীর উপর আল্লাহর লানত, যে কৃত্রিম চুল লাগিয়ে দেয় এবং যে লাগিয়ে নেয়। এবং যে নারী ট্যাটু করে এবং যে করিয়ে নেয়’। [15]
কৃত্রিম আইল্যাশ (চোখের পাপড়ি) পরা নাজায়েয। কেননা এটাই কৃত্রিম চুল লাগানোর ভিতর পড়ে [18]।
টিপ পরা হারাম নাকি জায়েজ?
টিপ পরা হিন্দুদের অনুকরণ। বাঙালি সংস্কৃতির নামে হিন্দু ধর্মের বিভিন্ন ধর্মীয় আচারকে গ্রহণযোগ্য করে তোলার একটা প্রবণতা কারো কারো মধ্যে লক্ষ্যণীয়। নাচ ও টিপ— এমনই দুটো আচার, যা সরাসরি দেবদেবীদের উপাসনা হিসেবে করা হত। ‘টিপ’-কে হিন্দিতে বলা হয় ‘বিন্দি’, যা সংস্কৃত শব্দ ‘বিন্দু’ থেকে এসেছে। যা মূলত প্রাচীন হিন্দু প্রথা হলেও আজ ফ্যাশন হিসেবে এর ব্যবহার ব্যাপক। ঋগ্বেদ থেকে ৫০০০ বছর আগে এই প্রথার অস্তিত্ব জানা যায়। অনেকে ‘লাল রঙের টিপ’-কে সম্পৃক্ত করেন পশুবলি অনুষ্ঠানের সাথে।
তান্ত্রিক গূঢ়ার্থ মতে, ৬টি মৌলিক পয়েন্টের (ষড়চক্র) একটি হল দুই ভ্রুর মাঝখানটা, যার নাম ‘আজ্ঞা’। এখানে লাল ‘বিন্দি’ দেহের শক্তি ও মনোযোগ ধরে রাখে বলে তান্ত্রিক শাস্ত্র মনে করে।
কৃত্রিম নখ লাগানো নাজায়েয। আমাদের শরীয়াহ নখ ছোটো করতে বলেছে। কাফির নারীদের অনুকরণে শরীয়াবিরোধী সাজ অনুমোদিত নয় [21]
[2]Islam Q&A,questions # 119359
[3] Islam Q&A, Supervised by: Shaikh Salih Al-Munajjid; questions # 13744
[4] Islam Q&A,questions # 69812
[5] Guidelines and reservations regarding hairdressing for women, 123351
[6] আল-মাজমুক শরহুল মুহাযযাব ৩/১৪০ সূত্রে মালয়েশিয়ার সরকারি ইফতা [https://
[7]Islam Q&A,questions # 145307, 104920
[8]Islam Q&A,questions # 34215
[9]Islam Q&A,questions # 144957, 148664
[10]Islam Q&A,questions # 926 এবং IslamWeb, Wearing coloured contact lens, Fatwa No: 86767
[11]Islam Q&A,questions # 13466
[12] প্রাগুক্ত
[13] Darul Ifta - Darul Uloom Deoband, India; Fatwa: 1120/859/
[14] Islam Q&A, Supervised by: Shaikh Salih Al-Munajjid; It is permissible for a woman to cut her hair for the purpose of adornment, and there is nothing wrong with that, questions # 139414
[15] প্রাগুক্ত, questions # 113548
[16] আহমাদ, নাসাঈ থেকে সহীহ সনদে
[17] প্রাগুক্ত questions # 21393 এবং islamweb.net [Fatwa No: 84865]
[18] প্রাগুক্ত questions # 39301
[19] Bindi: Investigating the True Meaning Behind the Hindu Forehead Dot, Ancient Origins 3 MAY, 2019
[20]Ruling on bleaching the skin,Islam Q&A,questions # 2895
[21]Islam Q&A,questions # 22803