ইনস্টাগ্রাম এর জনক কে ? কিভাবে চালাতে হয় ও খোলার নিয়ম। সাথে কিছু তথ্য।

ইনস্টাগ্রাম এর জনক কে ? কিভাবে চালাতে হয় ও খোলার নিয়ম। ইনস্টাগ্রাম এর কাজ । 


ইনস্টাগ্রাম এর জনক বা প্রতিষ্ঠাতা কে
- Kevin Systrom

প্রত্যেক সোশ্যাল মিডিয়ার ভালো দিক আছে আবার খারাপ দিক আছে। আপনি যদি এই পোস্টের তথ্য দিয়ে ইনস্টাগ্রাম  এর খারাপ দিক ইউজ করেন কিংবা হারাম কাজে ইউজ করেন তাহলে এর দায় সম্পূর্ণ আপনার। আমরা দায় মুক্ত।  

ইনস্টাগ্রাম খোলার নিয়ম


  • ফেসবুক খোলার মতই। 
  • ইমেল দিবেন পাসওয়ার্ড দিবেন। 
  • ইমেল ভেরিফাই করবেন। এনাফ।

ইন্সটাগ্রাম এর কাজ কি?


- ছবি ভিডিও শেয়ার করা। তবে আপনি যদি মুসলিম হোন তাহলে অযথা ছবি ভিডিও শেয়ার করা থেকে বিরত থাকায় ভালো। ছবি শেয়ার করতে চাইলে ভালো Quotes Image শেয়ার করলেই হয়।
বেহুদা পিক শেয়ার করে লাভের চেয়ে লস বেশি। 
( Instagram কিভাবে চালাতে হয় Instagram এর ব্যবহার )

এখন অনলাইনে জিপ ফাইলে করে ছবি সেল হয়। এবং এসব ছবি বিভিন্ন এডাল্ট দেটিং সাইটের বিজ্ঞাপনে ইউজ করা হয় ছবির মালিক জানেও না।
তাই সাবধানে থাকা ভালো।

আসুন জেনে নিই ইন্সটাগ্রাম সম্পর্কে কিছু জানা অজানা তথ্য।


ইন্সটাগ্রাম যাত্রা শুরু করে ২০১০ সালের ১০ অক্টোবর।

 যাত্রা শুরুর আগে ইন্সটাগ্রাম এর নাম ছিলো Codename! কিন্তু প্রকাশ এর সময় এর নাম ইন্সটাগ্রাম।

instant camera ও telegram এই দুই মিলে হয় Instagram!!

 Instagram এর প্রথম ছবি আপলোড করে এর কো ফাউন্ডার । ১০ জুলায় ২০১০।

 Instagram এ সবচেয়ে বেশি যে খাবারের ছবি দেওয়া হয়েছে টা হলো Pizza.

ধারনা করা হয় কোন পোস্টে একটি #Tag থাকলে সেটি ১২% বেশি এংগেজমেন্ট পায়।

২০১২ সালে ফেসবুক  ১ বিলিওন ডলার দিয়ে ইন্সটাগ্রাম কিনে নেয়। তখন এখানে ইউজার ছিলো ৩০ মিলিওন।

ইন্সটাগ্রামে ১ মিলিওন এর বেশি বিজ্ঞাপন দাতা আছে।

ইন্সটা গ্রাম ইউজ এর দিক দিয়ে 

  1. United States,
  2.  Russia, 
  3. Turkey, 
  4. Brazil,
  5. United Kingdom 

ইন্সটা গ্রামে বেশি Heart Emoji ইউজ করা হয়েছে।

প্রতি মাসে গুগলে ১৬ মিলিওন ইন্সটা গ্রাম সার্চ হয়। 

আপনি যদি এই পোস্টের তথ্য দিয়ে ইনস্টাগ্রাম  এর খারাপ দিক ইউজ করেন কিংবা হারাম কাজে ইউজ করেন তাহলে এর দায় সম্পূর্ণ আপনার। আমরা দায় মুক্ত।
Next Post Previous Post