ইসলামিক উপদেশ মূলক কথার বাণী ছবি পিকচার ডাউনলোড [ ৮৩+ এর বেশি ছবি ]
ইসলামিক উপদেশ মূলক কথার ছবি পিকচার | Doanload Bangla islamic Images 2024
২. সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তিনবার।
৩. সব কিছুর ক্ষতি থেকে নিরাপদ থাকার দোয়া (৩ বার):
بِسْمِ اللَّهِ الَّذِي لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلاَ فِي السّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ».
(বিস্মিল্লা-হিল্লাযী লা ইয়াদ্বুররু মা‘আ ইস্মিহী শাইউন ফিল্ আরদ্বি ওয়ালা ফিস্ সামা-ই, ওয়াহুয়াস্ সামী‘উল ‘আলীম)।
.
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ঘরে কুরআন তিলাওয়াত হয়, সেটিকে আসমানের অধিবাসীরা সেভাবে দেখতে পায়, যেভাবে জমিনের অধিবাসীরা নক্ষত্রগুলোকে (আলোকোজ্জ্বল) দেখতে পায়।’ [আলবানি, সিলসিলা সহিহাহ: ৩১১২; বিশুদ্ধ হাদিস]
.
তাই, বাসার লোকজনের উচিত—এই মহান মর্যাদাকে ধরে রাখা। বিশেষত ফজরের পর ও রাতের বেলা কুরআন তিলাওয়াতে বেশি গুরুত্ব দেওয়া উচিত। কোনোদিন যেন এমনভাবে অতিক্রান্ত না হয়, যেদিন বাসার একজন সদস্যও তিলাওয়াত করেননি। বাসার মধ্যে আল্লাহর বরকত ও রহমত আসার রাস্তাটি সর্বদা নিজেদেরই উন্মুক্ত রাখতে হবে।
.
(গুরুত্ব, মর্যাদা ও ফজিলতের সূরা ও আয়াতগুলো নিয়ে আমরা কাল থেকেই লিখা শুরু করবো, ইনশাআল্লাহ)
.
#Tasbeeh
ইসলামিক বানী চিরন্তনী
ইসলামিক উপদেশ মূলক বাণী
ইসলামিক উপদেশ মূলক সুন্দর উক্তি পিকচার
"যুদ্ধ ছাড়া কোনো জাতিকে ধ্বংস করে দিতে চাও, তবে ঐ জাতির তরুণদের মাঝে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দাও।'
একে তো এটি ব্যক্তিগত ভাবে ক্ষতি করছে পাশাপাশি দেশের ভবিষ্যতকেও ধ্বংস করে দিচ্ছে।
ব্যাক্তিগত এই সমস্যা সংখ্যাগরিষ্ঠ যখন হয়ে যাবে তখন আর যুদ্ধ করা লাগবে না। একটু ফুঁ দিলেই শেষ হয়ে যাবে।
মনে হয় বুঝতে পারছেন কতটা ভয়াবহ হতে পারে আমাদের ভবিষ্যত! এরা আমাদেরকে তীলে তীলে শেষ করছে আর আমরা সেদিকে খবরই রাখি না। বরং তাদের থেকে আসা অশ্লীলতা, বেহায়াপনাকে বিনোদন হিসেবে নিচ্ছি।
কি বলবো এখন তো আর কিছু মাথায় আসছে না।
আপাতত আপনারাই চিন্তা করেন, ভবিষ্যত প্রজন্মের জন্য কি রেখে যেতে পারবেন!!
এখন ক্রান্তিলগ্নে এসেও যদি আবার ভালোভাবে আকড়ে ধরতে পারেন। তবে ইনশাল্লাহ......
ইসলামিক উপদেশ বাণী
ইসলামিক উপদেশ sms মত কিছু পিকচার
২. নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না কাটি করেন।
৩. দান সাদকা করেন।