শিলা বৃষ্টি কি কেন হয় ও কাকে বলে | শিলা বৃষ্টি হওয়ার কারণ

শিলা বৃষ্টি কি কেন হয় ও কাকে বলে | আসুন জানি শিলা বৃষ্টি হওয়ার কারণ

প্রতিবছর আমাদের দেশে বৈশাখ মাস আসলেই শুরু হয় কালবৈশাখী ঝড়
এর সাথে মাঝে মাঝে কোন কোন এলাকা দেখতে পায় শিলা বৃষ্টির আক্রমণ।

যদিও ছোটরা শিলা বৃষ্টি উপেক্ষা করেই আম কুড়াতে ইচ্ছুক থাকে কিন্তু তা নিরাপদ না।
শিশুকালে অনেকের মনেই প্রশ্ন আসে আকাশ থেকে বরফ পড়ে কেমনে?
আকাশে বরফ থাকেই বা কীভাবে?

শিলা বৃষ্টির রহস্য

শিলা বৃষ্টি কি কেন হয়
শিলা বৃষ্টির ছবি

শিলা বৃষ্টি হওয়ার কারন
শিলা বৃষ্টির ছবি


শিলাবৃষ্টি কাকে বলে কেন হয়

প্রতিবছর বৈশাখে আমাদের দেশে প্রচণ্ড গরম পড়ে। তখন বাতাসে এ ধরনের ঊর্ধ্বমুখী চাপ সৃষ্টি হয় এবং সে কারণেই এ সময় কালবৈশাখী হয়। কিন্তু এই ঝড়ের সময় শিলাবৃষ্টি হওয়ার একটি বিশেষ কারণ আছে। 

বৃষ্টির ফোঁটাগুলো পড়ার সময় প্রায় সময়ই মাঝপথে বাতাসের ঊর্ধ্বমুখী চাপের মধ্যে পড়ে। ফলে বৃষ্টির ফোঁটাগুলো নিচে নামতে নামতে তার কিছু অংশ আবার ওপরে উঠতে শুরু করে এবং আরও ঠান্ডা হতে থাকে। 

ঘনীভূত পানির ফোঁটাগুলো আরও ভারী হয়ে আবার নিচে নামতে থাকে এবং হয়তো আবার গরম বাতাসের ঊর্ধ্বমুখী চাপে পড়ে তার কিছু অংশ আবার ওপরে উঠতে থাকে। 


শিলা বৃষ্টির ছবি
শিলা বৃষ্টির ছবি


শিলা বৃষ্টি হওয়ার কারণ

এ রকম কয়েকবার ওঠা-নামা করতে করতে পানির ফোঁটাগুলোর কিছু অংশ ছোট ছোট বরফখণ্ডে পরিণত হয়। এগুলো বেশি ভারী বলে আর ওপরে উঠতে পারে না। বৃষ্টির ধারার সঙ্গে নিচে নেমে আসে। এটাই শিলাবৃষ্টি। শিলাবৃষ্টির প্রধান শর্ত প্রচণ্ড গরম। আমাদের দেশে বৈশাখ মাসে এ রকম গরম পড়ে। ফলে কালবৈশাখী নামে পরিচিত ঝড়ের সময় শিলাবৃষ্টি হয়। 
nirbachitoblog


শিলাবৃষ্টি english meaning ?

- Hail


Next Post Previous Post