রোজার ৩০ দিনের ৩০ টি আমল ও কিছু দোয়ার ছবি পিকচার ২০২৪

রোজার  ৩০ দিনের ৩০ টি আমল ও কিছু দোয়া  | রোজার মাসের বিশেষ কিছু আমল সমূহ 

বছর ঘুরে আবার আমাদের মাঝে এসেছে পবিত্র রমজান মাস ২০২৪। এই বছরের সাওম গুলোর দিনে নিজেকে ইবাদতে ব্যাস্ত রাখার চেষ্টা করুন। আগামী বছর আপনি আর রোজার মাস নাও পেতে পারেন। এখানে ৩০ দিনের আমল, কিছু দোয়া পোস্ট করেছি। এগুলোই পড়তে হবে এমন না , আমি জাস্ট কিছু আমল দোয়া পোস্ট করলাম। আপনি কোরান হাদিস থেকে অন্য আমলও  করতে পারেন। 

বিশেষ দ্রষ্টব্যঃ এই পোস্ট গত বছর ২২ কিংবা ২১ সালে করা। এজন্য তারিখ মিলবে না। 

ইফতারের হাদিস সম্মত দুয়া। যারা পারিনা মুখস্থ করে আমল করি।

ইফতারের দোয়া

রমাদান এর কিছু সুন্নাহ ও দোয়া 

রমাদানের দোয়া

রোজার দোয়া

রোজার হাদিস

লাইলাতুল কদর

রমজানে ভালো কাজ

ঘুমানোর পূর্বে যিকির

ঘুমানোর আগে দোয়া

ঘুমানোর আগে জিকির

রমাদানের হাদিস

রমাদানের হাদিস



ছবি গুলোর ক্রেডিট ঃ Assunnah Foundation 


ফাইভ মিনিটস জব :
বেশী না আধা মিনিট থেকে বড় জোর পাঁচ মিনিট, এই রমজানে অল্প বিনিয়োগে বেহিসেব লাভ ।

১.
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৈনিক ১০০ বার বলে,
ﺳُﺒْﺤَﺎﻥَ ﺍﻟﻠَّﻪِ ﻭَﺑِﺤَﻤْﺪِﻩِ
সুব্হানাল্ল-হি ওয়াবিহামদিহী
আমি আল্লাহর সপ্রশংসা পবিত্রতা ঘোষণা করছি
তার পাপসমূহ মুছে ফেলা হয়, যদিও তা সাগরের ফেনারাশির সমান হয়ে থাকে।
২.
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
“দুটি বাক্য এমন রয়েছে, যা জবানে সহজ, মীযানের পাল্লায় ভারী এবং করুণাময় আল্লাহ্র নিকট অতি প্রিয়। আর তা হচ্ছে,
ﺳُﺒْﺤَﺎﻥَ ﺍﻟﻠَّﻪِ ﻭَﺑِﺤَﻤْﺪِﻩِ، ﺳُﺒْﺤﺎﻥَ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟْﻌَﻈِﻴﻢِ
সুব্হানাল্ল-হি ওয়া বিহামদিহী, সুব্হানাল্ল-হিল ‘আযীম
আল্লাহ্র প্রশংসাসহকারে তাঁর পবিত্রতা ও মহিমা বর্ণনা করছি। মহান আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি”।
৩.
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “আল্লাহ্র নিকট সর্বাধিক প্রিয় বাক্য চারটি, তার যে কোনটি দিয়েই শুরু করাতে তোমার কোনো ক্ষতি নেই। আর তা হলো,
ﺳُﺒْﺤَﺎﻥَ ﺍﻟﻠَّﻪِ، ﻭَﺍﻟْﺤَﻤْﺪُ ﻟِﻠَّﻪِ، ﻭَﻻَ ﺇِﻟَﻪَ ﺇِﻻَّ ﺍﻟﻠَّﻪُ، ﻭَﺍﻟﻠَّﻪُ ﺃَﻛْﺒَﺮُ
সুবহানাল্ল-হি ওয়ালহাম্দু লিল্লা-হি ওয়ালা ইলা-হা ইল্লাল্ল-হু ওয়াল্লা-হু আকবার
আল্লাহ পবিত্র-মহান। সকল হামদ-প্রশংসা আল্লাহর। আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই। আল্লাহ সবচেয়ে বড়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, “সূর্য যা কিছুর উপর উদিত হয় তার চেয়ে এগুলো বলা আমার কাছে অধিক প্রিয়।”
৪.
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
“তোমাদের কেউ কি প্রতিদিন এক হাজার সওয়াব অর্জন করতে অপারগ?”
তাঁর সাথীদের মধ্যে একজন প্রশ্ন করে বলল, আমাদের কেউ কী করে এক হাজার সওয়াব অর্জন করতে পারে?
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “যে ব্যক্তি ১০০ বার বলবে,
ﺳُﺒْﺤَﺎﻥَ ﺍﻟﻠَّﻪِ
সুবহা-নাল্ল-হ
আল্লাহ পবিত্র-মহান।
তার জন্য এক হাজার সওয়াব লেখা হবে অথবা তার এক হাজার পাপ মুছে ফেলা হবে।”
৫.
যে ব্যক্তি বলবে,
ﺳُﺒْﺤَﺎﻥَ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟْﻌَﻈِﻴﻢِ ﻭَﺑِﺤَﻤْﺪِﻩِ
সুব্হানাল্লা-হিল ‘আযীম ওয়াবিহামদিহী
মহান আল্লাহর প্রশংসার সাথে তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি
তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হবে।”
৬.
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
“ওহে আব্দুল্লাহ ইবন কায়েস! আমি কি জান্নাতের এক রত্নভাণ্ডার সম্পর্কে তোমাকে অবহিত করব না?”
আমি বললাম, “নিশ্চয়ই হে আল্লাহর রাসূল।”
তিনি বললেন, “তুমি বল,
ﻻَ ﺣَﻮْﻝَ ﻭَﻻَ ﻗُﻮَّﺓَ ﺇِﻻَّ ﺑِﺎﻟﻠَّﻪِ
লা হাউলা ওয়ালা কূওয়াতা ইল্লা বিল্লা-হ
আল্লাহর সাহায্য ছাড়া (পাপ কাজ থেকে দূরে থাকার) কোনো উপায় এবং (সৎকাজ করার) কোনো শক্তি কারো নেই।
৭.
সর্বশ্রেষ্ঠ দো‘আ হল,
ﺍﻟْﺤَﻤْﺪُ ﻟِﻠَّﻪِ
আলহামদু লিল্লাহ
সকল প্রশংসা আল্লাহরই
আর সর্বোত্তম যিক্র হল,
ﻻَ ﺇِﻟَﻪَ ﺇِﻻَّ ﺍﻟﻠَّﻪُ
লা ইলাহা ইল্লাল্লহ
আল্লাহ ব্যতীত কোনো হক্ব ইলাহ নেই।
...
অতএব তোমরা আমাকে স্মরণ কর, আমিও তোমাদের স্মরণ করব । [সুরা বাকারা : ১৫২]
...
[১]বুখারী ৬৪০৫; মুসলিম ২৬৯১
[২] বুখারী ৬৪০৪; মুসলিম ২৬৯৪
[৩]মুসলিম ২১৩৭; ২৬৯৫
[৪]মুসলিম ২৬৯৮
[৫]তিরমিযী ৩৪৬৪
[৬] বুখারী ৪২০৬; মুসলিম ২৭০৪
[৭] তিরমিযী ৩৩৮৩;ইবন মাজাহ ৩৮০০
লেখা: Golam Rabbii ভাই (আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিন)

৩০ দিনের ভাল কাজের রুটিন

রমাদান প্লানার রুটিন

১ম রোজা

২য় রোজা














রোজার  আমল এর ক্যালেন্ডার ২০২৪ | ১৫ তম রমজান 



















সালাত শেষ হলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। সালামের মাধ্যমে সালাত শেষ করে যখন দাঁড়াব তখনও তাসবীহ-তাহলীলের মাধ্যমে আল্লাহকে স্মরণ করতে হবে। দাঁড়ানো থেকে বসলেও জিকিরে থাকতে হবে। বসা থেকে ডান কাতে শুইয়ে পড়লেও আল্লাহর স্মরণে নিজেকে নিয়োজিত রাখতে হবে।
এককথায়, সর্বাবস্থায় আল্লাহর জিকিরে মশগুল থাকবে মুমিন বান্দারা। জিকির শুধু মুখেই হয় না; কর্মেও হয়। প্রতিটি কাজের পূর্বে একটু সময় নিয়ে ভাবতে হবে, এই কাজটি করা আমার জন্য বৈধ না অবৈধ। বৈধ হলে করব, অবৈধ হলে আল্লাহর ভয়ে ত্যাগ করব। এ হচ্ছে কাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ। এই স্মরণটা ব্যক্তিকে তাকওয়ার সুউচ্চ সোপানে নিয়ে যায়। যদি এভাবে কাজ চালিয়ে যেতে পারি তাহলে আমার পুরো সময়টা আল্লাহর জিকিরেই কাটবে, ইনশাআল্লাহ।


فَإِذَا قَضَيْتُمُ الصَّلَاةَ فَاذْكُرُوا اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَىٰ جُنُوبِكُمْ ۚ

অতঃপর যখন তোমরা নামায সম্পন্ন কর, তখন দন্ডায়মান, উপবিষ্ট ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ কর। 
- (সূরাঃ আন নিসা, আয়াতঃ ১০৩)

- Nazrul Islam 


রমজানে কি করবো কি করবো না 


 ক্ষুধার্ত পেটে নাটক মুভি দেখে সময় কাটানোকে ‘সিয়াম’ বলে না।
💙 সংযমের জন্য মুভি দেখা থেকে বিরত থাকার নামই ‘সিয়াম’।
আর এই সিয়াম থেকে শিক্ষা নিয়ে বাকি ১১ মাসও পাপ থেকে বেচে থাকায় সফলতা।

 অনাহার থেকে মাথা গরম করে রিকশাওয়ালাকে থাপ্পর দেওয়াকে ‘সিয়াম’ বলে না।
💙 ‘সিয়াম’ তো তাকেই বলে, রিকশাওয়ালাকে তার পরিবারের জন্য ইফতারি কিনে দিয়ে গরিব মুসলিমের মুখে হাসি ফুটায়। 

 সারাদিন অনাহার থেকে সন্ধ্যাবেলায় গলা পর্যন্ত ডুবিয়ে খাওয়া ‘সিয়াম’ এর শিক্ষা নয়।
💙 ‘সিয়াম’ তো পরিমিতিবোধ শেখায়।
তাছাড়া এমনিতেও এভাবে খাওয়া উচিত না।

 মাথা গরম করে কাউকে গালি দেওয়ার নাম ‘সিয়াম’ নয়।
💙 বরং কেউ গালি দিলে, “আমি রোযা” বলে গালি দেওয়া থেকে বিরত থাকার নামই ‘সিয়াম’।

 অবসর পেয়ে “কে সিয়াম রাখে না”, “কার ছেলে-মেয়ে নষ্ট হয়ে গেছে” ইত্যাদিসহ অন্যের গীবত করে সময় কাটানোর নাম “সিয়াম” নয়।
💙 সব ধরনের গীবত করা থেকে বেঁচে থাকার নামই “সিয়াম”।

 আসন্ন ঈদ উপলক্ষ্যে সেজে-গুজে মার্কেটে ঘুরে বেড়ানো “সিয়াম” এর শিক্ষা নয়।
💙 বরং নিজেকে হেফাজত করা আর চোখের গুনাহ থেকে বেঁচে থাকাই “সিয়াম” এর শিক্ষা।

 আগেভাগে সেহরী খেয়ে নামাজ বাদ দিয়ে ঘুমিয়ে পড়ার নাম “সিয়াম” নয় ।
💙 বরং সব ওয়াক্ত নামাজ পড়ার নামই “সিয়াম”।

💓রমযান হলো মুমিনের জন্য সংশোধন হওয়ার ট্রেনিং কোর্স💓

📚রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ❝ঐ ব্যক্তির জন্য ধ্বংস যে সিয়াম মাস পেল অথচ নিজেকে সংশোধন করতে পারলো না।❞
[বায়হাকি শরীফ]
- Collected 



ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের এই কথাটা পড়লে অনেক মজা পাবেন।

সারা জীবন আপনি অনেক ইবাদত করেছেন।
গুনাহ তেমন করেন নাই। এতো বেশি ইবাদত করেছেন যে, ভাবছেন ফেরেশতারা আপনার জন্য কবরে ফুলের বিছানা বিছিয়ে রাখবে।
কিন্তু মরার পর কবরে গিয়ে দেখলেন ফেরেশতারা হাতে মুগুর নিয়ে দাঁড়িয়ে আছে। আপনিতো অবাক! বললেন, আমি সারা জীবন এতো এতো ইবাদত করলাম, আর তার পরিবর্তে এসব কি,,,?
ফেরেশতারা বলবে, সারা জীবন যা করেছ সব শিরক আর বিদাত!!
আপনি বলবেন, আমিতো সব বড় হুজুরের কথা মতোই করেছি! তাহলে ভুল কেন হবে,,,?
ফেরেশতারা বলবে তুমি বড় হুজুরের কথা যাচাই কর নাই। সে সত্য বলেছে না মিথ্যা বলেছে,, ভুল বলেছে না সঠিক বলেছে।
আপনি বলবেন, তাহলে আমাকে আর একবার সুযোগ দেয়া হোক। জীবন দিয়ে পৃথিবীতে পাঠানো হোক, আমি যাচাই বাছাই করে সঠিক ইবাদত করে আসব।
তখন ফেরেশতারা আপনাকে ছেড়ে দিবে আপনি আবার পৃথিবীতে এসে ভাল কাজ করে যাবেন তাইতো,,,???
না ভাইরে,, জীবন একটাই, সুযোগ একবারই।
একটু যাচাই বাছাই করে ইবাদত করেন।
অর্থসহ একটু কুরআন-হাদীস পড়েন। কুরআন-হাদীস পড়লে আপনি আলেম বা মূফতি হয়তো হতে পারবেন না। কিন্তু অন্তত এতোটুকু বুঝা শিখবেন কোন আলেম ভুল বা মিথ্যা বলে আর কোন আলেম সঠিক বলে।


আল্লাহ তাআলা স্যারকে কবরে শান্তিতে রাখেন, কবরটা জান্নাতের বাগিচা বানিয়ে দিন ,,, আমিন
- Anas Bin Zaman 
Next Post Previous Post