ঈদ মোবারক ছবি | রোজার ঈদের পিকচার ডাউনলোড ২০২৪
ঈদ মোবারক ছবি 2024 | রোজার ঈদের পিকচার ডাউনলোড ও এস এম এস মেসেজ কবিতা
ঈদ মোবারক ছবি ২০২৪
ঈদ মোবারক পিকচার ডাউনলোড ২০২৪
রোজার ঈদের পিকচার ডাউনলোড
আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন—
.
اَللّٰهُمَّ إنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْفَقْرِ، وَالْقِلَّةِ، وَالذِّلَّةِ، وَأَعُوْذُ بِكَ مِنْ أَنْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ
.
[মোটামুটি উচ্চারণ: আল্লা-হুম্মা ইন্নী আ‘উ-যুবিকা মিনাল ফাক্বরি, ওয়াল ক্বিল্লাতি, ওয়ায যিল্লাতি, ওয়া আ‘উ-যুবিকা আন আ(উ)যলিমা আউ উযলামা (উচ্চারণ সঠিকভাবে বাংলায় লেখা যায় না; সুতরাং আরবি টেক্সটের সাথে মিলিয়ে না শিখলে ভুল শেখা হবে]
.
অর্থ: হে আল্লাহ! তোমার কাছে আশ্রয় চাই—দারিদ্র থেকে, (নিয়ামতের) স্বল্পতা ও অপমান থেকে এবং তোমার কাছে আরো আশ্রয় চাই—কারো উপর জুলুম করা থেকে অথবা কারো জুলুমের শিকার হওয়া থেকে। [বুখারি, আল-আদাবুল মুফরাদ: ৬৭৮, হাদিসটি সহিহ]
.
দু‘আটি শব্দে শব্দে শেখা যায় এভাবে—
.
اَللّٰهُمَّ আল্লা-হুম্মা [হে আল্লাহ]
إنِّيْ ইন্নী [নিশ্চয়ই আমি]
أَعُوْذُ بِكَ আ‘উ-যুবিকা [তোমার কাছে আশ্রয় চাই]
.
مِنَ الْفَقْرِ মিনাল ফাক্বরি [দারিদ্র থেকে]
وَالْقِلَّةِ ওয়াল ক্বিল্লাতি [স্বল্পতা থেকে]
وَالذِّلَّةِ ওয়ায যিল্লাতি [অপমান থেকে]
.
وَأَعُوْذُ بِكَ ওয়া আ‘উ-যুবিকা [আমি আরো আশ্রয় চাই তোমার কাছে]
.
مِنْ মিন [হতে]
أَنْ أَظْلِمَ আন আযলিমা [(কারো উপর) জুলুম করা থেকে]
.
أَوْ আউ [অথবা]
أُظْلَمَ উযলামা [জুলুমের শিকার হওয়া থেকে]
.
অতঃপর মুখস্থ করতে পারেন এভাবে—
.
اَللّٰهُمَّ আল্লা-হুম্মা [হে আল্লাহ]
.
إنِّيْ أَعُوْذُ بِكَ ইন্নী আ‘উ-যুবিকা
[আপনার নিকট আমি আশ্রয় চাই]
.
مِنَ الْفَقْرِ মিনাল ফাক্বরি [দারিদ্র হতে]
.
وَالْقِلَّةِ وَالذِّلَّةِ ওয়াল ক্বিল্লাতি ওয়ায যিল্লাতি
[(নিয়ামতের) স্বল্পতা ও অপমান হতে]
.
وَأَعُوْذُ بِكَ ওয়া আ‘উ-যুবিকা
[আমি আপনার নিকট আরো আশ্রয় চাই]
.
مِنْ أَنْ أَظْلِمَ মিন আন আযলিমা
[কারো উপর জুলুম করা থেকে]
.
أَوْ أُظْلَمَ আউ উযলামা
[অথবা জুলুমের শিকার হওয়া থেকে]
.
এই একটি ছোট্ট দু‘আর মধ্যে একই সাথে দারিদ্র, (নিয়ামতের) স্বল্পতা, অপমান-অপদস্থতা থেকে আশ্রয় চাওয়া হচ্ছে। আবার নিজে কারও উপর জুলুম করা অথবা কারও দ্বারা জুলুমের শিকার হওয়া থেকেও পানাহ চাওয়া হচ্ছে। সুতরাং, দু‘আটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।
.
আমরা চাইলে এই দু‘আটি নামাজের সিজদায়, সালাম ফেরানোর পূর্বে বা অন্য যেকোনো সময় পড়তে পারি।
.
#আল্লাহর_নিরাপত্তায়
#মহান_রবের_আশ্রয়ে (১৪ তম পর্ব)
এই সিরিজটি চলমান থাকবে, ইনশাআল্লাহ্। পূর্বের সকল পর্বের লিংক একত্রে কমেন্টে দেওয়া হলো।
.
#Tasbeeh