চাঁদ দেখার দোয়া ও হাদিস | নতুন চাঁদের আমল | আহলান ওয়া সাহলান, ইয়া রমাদান।
চাঁদ দেখার দোয়া ও হাদিস | নতুন চাঁদের আমল
একটি হারিয়ে যাওয়া সুন্নাহ হচ্ছে ' নতুন চাঁদ দেখা'। রাসূলুল্লাহ ﷺ নিজে চাঁদ দেখতেন এবং সাহাবাদেরকেও রাঃ দেখার প্রতি উৎসাহিত করতেন।
হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.)-এর সূত্রে বর্ণিত হাদিসে আছে, হজরত রাসূলুল্লাহ (ﷺ) মাসের নতুন চাঁদ দেখে এ দোয়া পড়তেন -
اللَّهُ أَكْبَرُ، اللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَالْإِيمَانِ، وَالسَّلاَمَةِ وَالْإِسْلاَمِ،
উচ্চারণঃ আল্লা-হু আকবার, আল্লা-হুম্মা আহিল্লাহু আ'লাইনা বিলআমনি ওয়ালঈমানি ওয়াস্সালা-মাতি
◾অর্থঃ " আল্লাহ সবচেয়ে বড়। হে আল্লাহ! এই নতুন চাঁদকে আমাদের উপর উদিত করুন নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সাথে; আর হে আমাদের রব্ব! যা আপনি পছন্দ করেন এবং যাতে আপনি সন্তুষ্ট হন তার প্রতি তাওফীক লাভের সাথে। আল্লাহ আমাদের রব্ব এবং তোমার (চাঁদের) রব্ব। ”
( সহীহুত তিরমিযী ৩/১৫৭)
ইনশাআল্লাহ আমরা এই হারিয়ে যাওয়া সুন্নাহর আমলটি সকলে করার চেষ্টা করবো এবং অপরকেও অবহিত করবো ইনশাআল্লাহু আযীয।
- সুকূন
৩০ দিনের জন্য ৩০ টা দু’আ
.
1) আল্লাহ যেনো রমাদান সুন্দর মতো কাজে লাগানোর তৌফিক দেন । সময়ের সদব্যবহার করার তৌফিক দেন।
.
2) আল্লাহ যেনো রোযা,কুরআন তিলাওয়াত,নামাজ, লিখালিখিসহ সকল ইবাদাত সুন্দর করে দেন।ইখলাস দান করেন।
.
3) আল্লাহ যেনো করোনার আযাব থেকে আমাদের রক্ষা করেন। যা উত্তম তাই ফায়সালা করেন।
.
4) আল্লাহ যেনো উত্তম রিযিকের ব্যবস্থা করে দেন।
.
5) কাফির,মুশরিক,সেকুলারিস্ট প্রতিবেশী, পরিচিত,অপরিচিতদের যেনো হেদায়াত দেন। আমরা সবাই একসাথে যেনো জান্নাতে যেতে পারি
.
6) আল্লাহ যেনো উম্মাহর নির্যাতিত, নিপীড়িত মানুষদের মুক্তির ব্যবস্থা করে দেন।
.
7) মিথ্যে উপাস্যের ভয়, মৃত্যু ভয়, কাপুরুষতা ইত্যাদি থেকে আল্লাহ যেনো আমাদের রক্ষা করেন।
.
8) আল্লাহ যেনো জাহান্নামের আগুন, কবরের আযাব,মুনাফিকি, গাদ্দারি, উম্মাহর বোঝা হওয়া থেকে আশ্রয় দেন ।
.
9) আল্লাহ যেনো হিকমাহ দেন।
.
10) আল্লাহ যেনো শাহাদতের মৃত্যু দেন।
.
অন্যান্য দু’আ তো চলবেই, সেই সঙ্গে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট দু’আগুলো বেশী বেশী করে করার চেষ্টা করব ইনশা আল্লাহ। এতে সব কিছু অরগানাইজড থাকলো। কোনো দু’আ ছাড়া পড়ে যাবার সম্ভাবনা কমে গেলো। এই জামানায় একটু চালাক না হলে আসলে চলা যায়না
Written by Enamul Hossain