বাংলা ছোট গল্প - মধ্যবিত্তের স্বপ্নের বাইক | বাংলা গল্প অলাইন সাথে দেশি বাইক এর ছবি
বাংলা ছোট গল্প - মধ্যবিত্তের স্বপ্নের বাইক। আব্দুল আহাদ | বাইকের ছবি পিকচার
পার্থক্যটা হলো শুধুমাত্র উচ্চবিত্ত ও মধ্যবিত্তের।
বাইক জিনিসটা শুধুই যে কোনো ছেলের জন্য একটা শখ তা না! বাইক জিনিসটা একটা ছেলের জন্য একটা স্বপ্ন একটা ইমোশন!
পার্থক্যটা হলো নতুন মডেলের একটা বাইক বের হওয়ার পর কেউ বলে দুই তিন মাসের ভিতরেই কিনবো আবার কেউ বলে থাক একদিন নিজের টাকায় কিনবো!
কথাটা হলো আত্মসম্যানযুক্ত Middle Class ফ্যামিলির সন্তানদের।❤
মধ্যবিত্য সেই ছেলেটারও একদিন সামর্থ্য হয় নিজের টাকায় পছন্দের Bike কেনার কিন্তু তখন হয়তো সেই স্বপ্ন সেই বয়সটা আর ওই ছেলেটার ভিতর থাকেনা। এটাই বাস্তবতা।
নিজের ক্যারিয়ার গড়তে গড়তে একটা সময় বিয়ের বয়স হয়! সন্তান হয়! তারপর সন্তানদের ভবিষ্যতের কথা আর স্ত্রী, বাবা-মাকে দেখাশুনা করতে গিয়ে সেই ছেলেটার কোনো স্বপ্নই সামর্থ্য থাকা সত্বেও পূরন আর হয়ে ওঠেনা!
কি অদ্ভুত তাইনা?
একটা সময় যে ছেলেটার স্বপ্ন পূরন হয়না বয়স হয়নি বলে সামর্থ্য নেই বলে ঠিক সেই ছেলেটারি ভবিষ্যতেও স্বপ্ন পূরন হয়না বয়স হইছে বইলা
সবাই তখন বলে ছেলে টাকা ইনকাম করে ছেলের স্বপ্ন পূরন হইছে আর কি লাগে কিন্তু ভাই বিশ্বাস করেন বাস্তবতা হইলো কেউ তখন জানেনা যে একমাত্র বাবা-মা, সন্তান ও স্ত্রীর ভবিষ্যতের কথা চিন্তা কইরা নিজের স্বপ্নগুলারে শেষ কইরা পরিবারের স্বপ্নরেই একটা ছেলে তার নিজের স্বপ্ন বানায়!
কিছু কিছু বাবা মা আছে তারা সন্তানদের এতোই বেশি ভালোবাইসা ফালায় যে সন্তানদের স্বপ্ন গুলোর কোনো মূল্যই তাদের কাছে থাকেনা!
আমি আব্দুল আহাদ দোয়া করি যেনো আল্লাহ কোনো মুসলিম বান্দার বৈধ স্বপ্নগুলা অপূর্ণ রাখেনা। ❤️
কিছু কিছু ছেলের জীবনে কিছু ব্যাক্তিগত কষ্ট থাকে যা বোঝার ক্ষমতা ওই উপর আলা ছারা অন্য কেউ রাখেনা।☝
কথাগুলো অনেকদিন ধরেই আমার মনের ডায়েরিতে জমা ছিলো
কতোটুকু সাজিয়ে লিখতে পেরেছি তা জানা নেই কিন্তু কিছু কিছু কথার ভিতর অমিলটাও তার সৌন্দর্য!
ভালো থাকুক সকল মধ্যবিত্ত পরিবারের আহত যোদ্ধাগুলো।