বাংলাদেশী | জেনে নিন বাংলাদেশী কারা এবং এর সঠিক বানান
জেনে নিন বাংলাদেশী কারা এবং বাংলাদেশি না বাংলাদেশী
আরো দেখুনঃ বাংলাদেশে ধর্ষণ বৃদ্ধি ও এর প্রতিকার
এরই একটি হলো বাংলাদেশী কে বাংলাদেশি বানানো।
তাদের মতে ঈ কার এর জায়গায় এখন ই ইউজ করা হবে।
তারা ইসলামের শব্দ ঈদ কে ইদ এ পরিবর্তন করতে চাই।
যদিও এই বাংলা ভাষা যাদের মানে যারা বাঙালি তারা একাডেমির এসব চুল্বুল কে ছুড়ে ফেলছে । তারা ঈদ ই লেখে।
আসলে এই পরিবর্তন অবচেতন মনের উপর প্রভাব বিস্তারের একটি ধাপ।
আজকে ঈদ কে পরিবর্তন করবে কালকে সাওম কে পরিবর্তন করে বাংলায় উপবাস রাখবে তারপর ইসলামিক সাওম কে বাংলার উপবাস দিয়ে সাওম এর উপর আঘাত আনবে। এসব করা হবে কয়েক জেনারেশন ধরে।
আমাদের জেনারেশন এসব ছোট ছোট পরিবর্তন দেখে অভ্যস্ত হয়ে যাবে পরে মনের অগোচরে বড় পরিবর্তন গুলোও আর বড় মনে হবে না।
এই বিষয়ে আরো জানতে বিভিন্ন CIA/ KGB এর বিভিন্ন অপারেশন এর বই পড়তে পারেন।
মুভির স্পাই আর বাস্তবের স্পাই একভাবে কাজ করে না।
বাস্তবের ইন্টেল সংস্থা ঢিশুম ঢাশুম করে দেশ পরিবর্তন করে না বরং লেখাপড়ার বই আর ইতিহাস পরিবর্তন করে ধিরে ধিরে একটা জাতীকে নিয়ন্ত্রন করে।
- মীর তুষার (ফেসবুক পোস্ট থেকে নেওয়া)