মঙ্গল গ্রহ | মঙ্গল গ্রহের যাত্রা রহস্য সাথে মঙ্গল গ্রহের নানা অজানা বিষয় ( Mongol Groho )
মঙ্গল গ্রহ ঃ
মঙ্গল গ্রহ সৌরজগৎ এর চতুর্থ গ্রহ! এবং আকারের দিক দিয়ে ২য় ক্ষুদ্রতম ।
এই গ্রহের নাম নিয়ে বিভ্রান্ত হবেন না। গ্রহ আপনার মঙ্গল বা অমঙ্গল এর সাথে জড়িত না। এর নামকরন হয়েছে হিন্দু ধর্মের দেবতার নামানুসারে। আর Mars নামটি নেওয়া হয়েছে গ্রিক দেবতার নামে!!
মঙ্গল গ্রহের উপরের অংশে আয়রন অক্সাইড বেশি থাকায় এটি দেখতে লাল দেখায়। লাল দেখানোর জন্য একে "লাল গ্রহ" বা Red Planet ও বলা হয়।
মঙ্গল গ্রহ আসলেই ভিন্ন রকম একটি গ্রহ। এর উপরিভাগে পৃথিবীর মত বিভিন্ন উপত্যকা ,মরুভূমি আছে ,
আছে মেরু অঞ্চল ।আবার চাঁদে যেমন আভিঘাত খাদ আছে তেমন অভিঘাত খাদ মঙ্গলেও আছে।
মঙ্গলে আমাদের পৃথিবীর মত বায়ুমণ্ডল আছে কিন্তু মঙ্গল এর বায়ুমণ্ডল ঘনত্বহীন।
মঙ্গল এর দিন রাত ঃ
আগে না জেনে থাকলে জেনে মজা পাবেন যে মঙ্গলের আমাদের মতই ঋতুচক্র আছে।
মঙ্গল গ্রহ আর পৃথিবীর আবর্তন কাল প্রায় একই তাই দিন রাতের হিসাবও আমাদের দুনিয়ার মতই।
এর ঋতুচক্র ও আমাদের মতই।
সৌরজগৎ এর সবচেয়ে বড় আগ্নেয়গিরি মঙ্গলে অবস্থিত, আবার সৌরজগৎ এর ২য় বড় পর্বত ও মঙ্গল গ্রহের অধিকারে!!
নাম ? অলিম্পাস মনস
মঙ্গল গ্রহের উপগ্রহ কয়টি ?
উত্তর হলো মঙ্গল এর প্রাকৃতিক উপগ্রহ সংখ্যা দুই টি।
মঙ্গলের উপগ্রহের ২ টির নাম ?
ফোবোস ও ডিমোস।
অনেকের ধারনা এই দুই টি আসলে মঙ্গল গ্রহের টানে আটকে পড়া ২ টি গ্রহানু! (বেচারা)
মঙ্গল গ্রহে যাত্রা ঃ
মঙ্গলে বাস করা যাবে কিনা এর গবেষণা চলেছে এবং চলছে ।
বিজ্ঞানিদের মতে মঙ্গলের উপরিভাগে পানি থাকা সম্ভব না কেননা এর বায়ুমণ্ডল এর ঘনত্ব খুবি হালকা।
আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলীয় চাপের শতকরা ১ ভাগ মাত্র।
মঙ্গল এর মেরুতে যে হিমছত্র আছে তা পানি দিয়েই গঠিত।
মজার এবং ভয়ংকর কথা কি জানেন?
যদি কোন কারনে মঙ্গলের মেরুর বরফ গলে যায় তাহলে পুরো গ্রহটি ৩৬ ফুট পানিতে ডুবে যাবে ! ( তরল পানি সম্ভব না আবার ৩৬ ফুট পানিতে ডুবে যাবে!!!!!!!!!!)
মঙ্গল কি খালি চোখে দেখা যায়?
হ্যাঁ খালি চোখে দেখা যায়। মঙ্গল যখন পৃথিবীর নিকটে আসে তখন আলোক দুরবিন দিয়ে লাল গ্রহের প্রায় ৩০০ কিলোমিটার পর্যন্ত দেখা যায়।
মঙ্গল গ্রহে পানির সন্ধান
মঙ্গল গ্রহে বসবাস করা যাবে কিনা এটি নিরভর করে মঙ্গলে পানি পাওয়া যাবে কিনা তার উপর।
তরল পানির জন্য এবং বসবাসের জন্য মঙ্গলকে সৌরজগৎ এর বাসযোগ্য এরিয়া তে থাকতে হবে। কিন্তু এই গ্রহটি বাসযোগ্য অঞ্চল এর কিছুটা বাইরে অবস্থান করছে ফলে এর উপরের সব পানি জমে যায় বলে ধারনা করা হয়। যদিও পরবর্তীতে এর বিপরীত তথ্য পাওয়া গেছে।
মঙ্গল গ্রহে যাত্রার রহস্য
হাহাহা এই অংশ টি লিখতে ও লিখার জন্য পড়তে বেশ মজাই পেলাম!
মঙ্গল গ্রহে যাত্রার জন্য আমেরিকা , সাবেক সোভিয়েত ইউনিয়ন (রাশিয়া) ইউরোপ এবং জাপান বিভিন্ন সময় বেশ কিছু অভিজান পরিচালনা করেছে। কিন্তু রহস্যজনক ভাবে এসব যাত্রার অধিকাংশয় সফল হতে পারেনি।
কেনো সফল হতে পারেনি ?
এখানেই মজা (!)
সফল হতে না পারার কারন হিসাবে যেসব কারন দেখানো হয় তার বেশ কয়েকটা মজার। যেমন ঃ
"গ্রেট গ্যালাক্সি ইটার" যা মঙ্গলগামী নভোযান খেয়ে বেচে থাকে।
এবার বলেন কারন টা মজার না? আচ্ছা আমরা দুনিয়াবাসি মঙ্গলে নভোযান পাঠানোর আগে ঐ গ্যালাক্সি ইটার রা কি খেয়ে বাচতো?????
আরেকটা হলো ভুয়া নাসা থিউরি।
এই থিউরি বিলিভ করে নাসার এসব কাজ আসলে ভুয়া।
আসলে মঙ্গলে চাদে এরা কোন কিছু কোন দিন পাঠাই ি নি।
সব ভুয়া।
মঙ্গল গ্রহের রহস্য - পৃথিবী-মঙ্গল বারমুডা ট্রায়াংগ্ল ঃ
পৃথিবীর বারমুডা ট্রায়াঙ্গেল যেমন বিভিন্ন যান খেয়ে ফেলে তেমনি পৃথিবী ও মঙ্গলের মাঝেও এমন কোন ট্রায়াঙ্গেল থেকে থাকতে পারে যা মঙ্গলের পথে পাড়ি জমানো সব যান হজম করে ফেলে!!
এবার আসা যাক বহুল পরিচিত নাসা ইন-জোক থিউরী তে।
আসলে পুরো নাসাই একটা জোক। চাদে যাওয়া মঙ্গলে যাওয়া সবই গাল গল্প!!!
আপনি ভাবুন কোন থিউরি টা আপনার মন মত। কমেন্টে জানাতে পারেন।
মঙ্গল থেকে পৃথিবী দেখা যায়?
বর্তমানে মঙ্গলে বেশ কিছু রোভার ও ল্যান্ডার থাকায় মঙ্গল থেকে পৃথিবী কেমন দেখায় তা জানা গেছে। আমরা পৃথিবী থেকে শুক্র গ্রহ কে যেমন দেখতে পায় তেমন ই মঙ্গল থেকে আমাদের পৃথিবী দেখা যায়।
আর মঙ্গল এর উপগ্রহ ডিমোস দেখতে তারার মত দেখায়।
পৃথিবীতে যেমন উল্কা এবং মেরুজ্যোতি্র ঘটনা আছে তেমন
মঙ্গলে আছে।
মঙ্গল গ্রহ নিয়ে প্রশ্ন উত্তর।
মঙ্গল গ্রহে পাঠানো রোবট এর নাম কি ?
উত্তর ঃ
কিউরিওসিটি রোভার ।
লাল গ্রহ কাকে বলে?
উত্তর ঃ মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলে। মঙ্গলের অপরের অংশে
আয়রন অক্সাইড বেশি থাকায় এটি দেখতে লাল দেখায়। এজন্য মঙ্গল কে লাল গ্রহ বলে।
পৃথিবী থেকে মঙ্গল গ্রহের দূরত্ব ?
- ৩২১.২২ মিলিওন কিলোমিটার ।
পৃথিবী থেকে কোন গ্রহ দেখা যায় ?
মঙ্গল ও শুক্র গ্রহ পৃথিবী থেকে দেখা যায়।
মঙ্গল গ্রহ ও এর সাথে সম্পর্কিত কিছু ছবি
|
A selfie on Mars, taken by Curiosity, on January 23, 2018 |
|
surface of a Martian sand dune |
মঙ্গল গ্রহ থেকে সূর্যাস্ত ।
|
মঙ্গল গ্রহ থেকে সূর্যাস্ত |