সিভি, লেখাপড়া, স্কিল বৃদ্ধি ও জবের জন্য সেরা ১০ লিস্ট (শুধুমাত্র সচেতন যুবকদের জন্য)

সিভি, লেখাপড়া, স্কিল বৃদ্ধি ও জবের জন্য সেরা ১০ লিস্ট । যা আপনাকে  ক্যারিয়ার গড়তে সাহায্য করবে 

Career এর জন্য ১০ টি সাইট। এই সাইট গুলো আপনাকে আপনার পেশার মানুষদের সাথে কানেক্ট হতে সাহায্য করবে।
আপনার স্কিল বাড়াতেও কাজে লাগতে পারে সাইট গুলি।

Top 10 Sites for your career

1. LinkedIn


Linkedin Facts
-লিংকড ইন শুরুর প্রথম বছরেই ১ লাখ মেম্বার এড করতে সক্ষম হয়।
- প্রতিমাসে ৩০৩ মিলিয়ন একটিভ ইউজার Linkedin করে।
-Linkedin এ ৭৭% Recruiters।
-  Linkedin এর ৯০% ইউজার ফেসবুক ব্যাবহার করে।
-  ২৭% আমেরিকান Linkedin ইউজ করে।
- প্রায়  ৯০ মিলিয়ন  senior-level influencers Linkedin ইউজ করে। 
- Linkedin আইডি ক্রিয়েট নিয়ে রীতিমত প্রফেশন আছে। সিভি লেখার মত। 


2. Indeed

Image result for Indeed

Facts About Indeed.
- Indeed যাত্রা  শুরু করে ২০০৪ সালে।
- Indeed আরেকটি জব খোঁজার সাইট Monster.com কে পিছনে ফেলে দিছে।
- শুরু থেকেই Indeed  ফ্রি সার্ভিস দিচ্ছে।
Indeed  একটি জাপানি কোম্পানির। 


3. Naukri

Image result for Naukri
Naukri নাম দেখেই বুঝতে পারছেন এটি দেশি সাইট! আই মিন ইন্ডিয়ান সাইট।
অনেকবার মালিকানা পাল্টানো সাইট টি জব সিকারদের জন্য জনপ্রিয়। 



4. Monster

Image result for monster.com


5. JobBait

Image result for jobbait.com

6. Careercloud


Image result for Careercloud


7. Dice

Image result for Dice job



8. CareerBuilder

Image result for CareerBuilder


9. Jibberjobber

জব নিয়ে সাইট। 


10. Glassdoor
Image result for Glassdoor



Top 10 Tech Skills in demand in 2020:

1. Machine Learning
মেশিন লার্নিং নিয়ে তেমন কিছু জানিনা। তবে এটা জানি এটা AI এর সাথে রিলেটেড। তাই বলায় যায় প্রযুক্তির এই দৌড়ে আপনি অনেকটাই এগিয়ে থকাবেন যদি মেশিন লার্নিং এ দক্ষ হতে পারেন।


2. Mobile Development



3. SEO/SEM Marketing
আমি নিজেও SEO শিখছি। আমার মতে এখানে যে ১০ টি স্কিল এর কথা বলা হইছে তার মধ্যে এস ই ও তুলনামূলক ভাবে সহজ।
আপনি যদি আমার মত অংকে কাচা হোন তাহলে এই লিস্টের অনেক কিছুই আপনার ধরা ছোঁওয়ার বাইরে থাকবে কিন্তু একটু চেষ্টা করলে আর প্র্যাকটিস করলে SEO  শিখে ফেলতে পারবেন।
যেহেতু সার্চ ইঞ্জিন নিয়মিত চেঞ্জ হচ্ছে তাই আপনাকেও এর সাথে সাথে SEO স্কিল পাল্টাতে হবে।


4. Data Visualization
শব্দটা থেকেই বুঝা যাচ্ছে এটির ব্যাপারে। ডাটা কে চিত্রে রূপান্তর। 
Infographics থেকে ধারনা নিতে পারেন।
তবে বুঝা আর দক্ষ হওয়া এক না, তাই দক্ষ হতে রীতিমত কোর্স করতে হবে।

5. Data Engineering


6. UI/UX Design
জানিনা। তবে সাইট এর সাথে থাকাই এতটুকু জানি user interface আর User Experience. 

7. Cyber-security
মুভি দেখে হ্যাকার হওয়ার আবেগি চিন্তা বাদ দেন।
ডিফেস দিয়েও হ্যাকার  যায় কিন্তু ক্যারিয়ার হিসাবে নেওয়া যায় না। ক্যারিয়ার হিসাবে সাইবার সিকুরিটি কে নিতে চাইলে Udemy থেকে কোর্স করতে পারেন।
প্রথমে পেইড কোর্স না নিয়ে বরং ফিল্টার সার্চ দিয়ে দেখেন কিছু ফ্রি কোর্স ও পাবেন, সেগুলো করেন।

8. Cloud Computing/AWS
জানিনা ভাই। গুগল করেন।

9. Blockchain


10. IOT




Top 9 Sites for Free Online Education

লেখাপড়া এখন আর শুধুমাত্র ক্লাসে নেই।
আমার কাছে কিছু ক্ষেত্রে মনে হইছে ক্লাসের লেখাপড়ার চেয়ে অনেক কিছুতেই অনলাইন এর এসব কোর্স গুলো বেশি এগিয়ে।
এই লিস্টের খান একাডেমী তো আমাদের দেশেরই এক ভাইয়ের তৈরি করা।  আর ব্যক্তিগত ভাবে আমার কাছে Udemy কে বেশ ইউজার ফ্রেন্ডলি আর লাইট মনে হইছে। (জাস্ট ব্যক্তিগত মতামত)


1. Coursera



2. edX


3. Khan Academy


4. Udemy
Image result for Udemy

5. iTunesU Free Courses
Image result for iTunesU Free Courses

6. MIT OpenCourseWare
Image result for MIT OpenCourseWare

7. Stanford Online
Image result for Stanford Online

8. Codecademy
Image result for Codecademy

9. Open Culture Online Courses

Related image







Top 10 Sites to learn Excel for free


1. Microsoft Excel Help Center
Image result for Microsoft Excel Help Center





2. Excel Exposure
Image result for Excel Exposure





3. Chandoo
Image result for Chandoo







4. Excel Central
Image result for Excel Central



5. Contextures
Image result for Contextures




6. Excel Hero
Related image





7. Mr. Excel
Image result for Mr. Excel




8. Improve Your Excel
Image result for Improve Your Excel com


9. Excel Easy
Image result for Excel Easy



10. Excel Jet

Top 10 Sites to review your resume for free


1. Zety Resume Builder
Image result for Zety Resume Builder


2. Resumonk
Image result for Resumonk


3. Resume dot com




4. VisualCV
Related image



5. Cvmaker
Image result for cvmkr.com



6. ResumUP
Image result for ResumUP



7. Resume Genius
Image result for resume genius



8. Resumebuilder
Image result for Resumebuilder org



9. Resume Baking
Image result for ResumeBaking com



10. Enhancv
Image result for Enhancv




Top 10 Sites for Interview Preparation


1. Ambitionbox
Image result for Ambitionbox

2. AceTheInterview






3. Geeksforgeeks

Image result for Geeksforgeeks





4. Leetcode

Related image



5. Gainlo






6.Careercup






7.Codercareer
Image result for Codercareer









8. InterviewUp







9. InterviewBest







10. Indiabix
Image result for Indiabix

© আবদুল্লাহ হাসান ( লিস্ট তার, আর বেহুদা কথা গুলো আমার)

গুগল থেকে শিখা ঃ

আপনি যদি ঠিক মত গুগল কে ইউজ করতে পারেন তাহলে আশা করা যায় আপনার কাজ অনেকাংশে সহজ হয়ে যাবে। শুধু প্লেয়ারদের ব্যাপারে কিংবা ক্লাসের এসাইন্মেন্ট এর জন্য গুগল না ঘেঁটে নিজের তথ্য ভান্ডার আপডেটের জন্যও গুগল কে ইউজ করতে পারেন।
কাজে দিবে । এখন ফ্রি সোর্চ অনেক আছে শুধু সঠিক ভাবে সেগুলো ব্যবহার করতে হবে।
Google এর ইতিহাস দেখেন সেখানে স্কিল দেখে বেশি, টিকে থাকতে স্কিল দরকার। প্রবশের জন্য দরকার সারটিফিকেট। 
Next Post Previous Post