গরুর ছবি : বড় ছোট গরুর ছবি এবং গরুর ছবি ডাউনলোড | কোরবানির ঈদ এর গরুর ছবি ২০২৪

গরুর ছবি : বড় গরুর ছবি, ছোট গরুর ছবি এবং ৫০+ গরুর ছবি ডাউনলোড  কোরবানির ঈদ এর গরুর ছবি ২০২৪

দেশি দেখতে গরুর  ছবি গুলো The Biggest Cows of Bangladesh থেকে নেওয়া

বড় গরুর ছবি

দেশি কোরবানির গরুর ছবি শেষ। এবার বিদেশি গরু

গরুর ছবি

বড় গরুর ছবি

বিদেশি গরুর ছবি

গরুর ছবি ডাউনলোড

বিদেশি গরুর ছবি ডাউনলোড

selective focus photography of brown cattle on green grass

ছোট গরুর ছবি

ছোট গরুর ছবি


ছোট গরুর ছবি


ছোট গরুর ছবি

গরুর বাচ্চা বাছুর

গরুর বাচ্চা বাছুর

selective focus photography of brown cow

Cow, Pasture, Alm, Mountains, Mountain


  1. গরুর ছবি
  2. বড় গরুর ছবি
  3. গরুর ছবি ডাউনলোড
  4. গাভী গরুর ছবি
  5. ছোট গরুর ছবি
  6. কোরবানির গরু ২০২৪
  7. কোরবানির ঈদ ২০২৪


Cow, Cattle, Animal, Mammal, Water

Cow, Cattle, Mammal, Animal, Livestock

Cow, Animal, Brown White, Pasture

Cow, Beef, Snout, Hoofed Animals

Cows, Cattle, Farm, Rural, Agriculture

Cow, Beef, Black, White, Milk Cow

Cow, Red Orange, Curious, Animal

Eyes, Eyelashes, Big Ears, Calf, Cow

Bovino, Cow, Animals, Mountain

গরুর ছবি ডাউনলোড

Cow, Animal, Milk Cow, Meadow, Alpine

Cow, Animal, Mammal, Nature, Rural

Cow, Allgäu, Cows, Cute, Ruminant

Cow, Beef, Animal, Nature, Farming

Cow, Animal, Mammal, Cattle, Domestic

Cows, Two, Cow, Nature, Cattle, Cute

Cows, Pasture, Agriculture, Animal

Cow, Beef, Cattle, Bovine Ear, Ruminant

Cow, Cattle, Animal, Mammal, Livestock

Cow, Swamp, Landscape, Graze, Nature

Cow, Cattle, Animals, Farm, Look

গাভী গরুর ছবি

Cow, Steer, Cattle, Farm, Beef

Cow, Calf, Mama, Farm, Animal, Beef

Calf, Milk, Cow, Cattle, Mammal, Animal

Calf, Cow, Beef, Simmental Cattle

Cow, Calf, Drinking, Farm, Cattle

Cows, Dolomites, Prato, Tranquility

Veal, Field, Animals, Grass, Prado

গরুর খামারের ছবি

Cows, Rest, Morning, Nature, Cow, Grass

Cows, Pasture, Lying, Beef, Dike

পৃথিবীর সবচেয়ে বড় গরু

মূলত চারপাশে অন্যান্য গবাদি পশুদের পরিচালনার জন্য ক্রয় করা সাত বছর বয়সী হলস্টাইন ফ্রিজিয়ান, কেনিকার্স বর্তমানে অস্ট্রেলিয়ার বৃহত্তম গবাইন প্রতিনিধি হিসাবে আনুষ্ঠানিক উপাধি অর্জন করেছেন। তার ওজন ১.৪ টন, যা প্রায় ৩,০৮৬ পাউন্ড। অনেক!
View image on Twitter


সারা বছর শুকর খাওয়া কাফেররা কোরবানি এলেই পশুপ্রেমি হয়ে যায়(!)
 তাদের যত প্রানির প্রতি মায়া সব গরুর জন্য! অথচ গাছেরও প্রান আছে সুতরাং ভেজিটেরিয়ানরা যে শাক সবজি খেয়ে প্রানি প্রেম দেখায় সেটা ভণ্ডামি ছাড়া কিছু না। 
আর শুকর খাওয়া পাঠা খাওয়া সাথে কে এফ সি তে মুরগী চাবানো ভণ্ড সুশীলদের কথা কি বলবো, এদের চেয়ে শয়তান মানুষ হয় কিনা সন্দেহ! 
আসলে গরু বা পশু বা প্রানির প্রতি মায়া ভালোবাসা মূল কথা না, এদের মূল টার্গেট হইলো ইসলাম আর মুসলিম।

অস্ট্রেলিয়ায় ১০ হাজারের বেশি উঠ শুধুমাত্র পানি খাওয়ার জন্য মেরে ফেলা হইলো তখন এদের কারো মায়া লাগেনি কেন?

মুশ্রিকরা যখন বীভৎস ভাবে পশুবলি দেয় তখনো এদের পশুপ্রেম দেখা যায় না, 
কেনো? 


নিচে ২ টা উদাহরণ দিলাম মুশ্রিকদের পশু হত্যার নমুনা!


কাফেররা আমাদের শিখাতে আসে পশুপ্রেম? ভণ্ড দ্বিমুখী শয়তানের দল ওরা। ওদের মূল চুলকানি ইসলাম আর মুসলিম। তাই ওদের দেখতে সুন্দর লজিক দেখেই অদের ফাদে পা দিয়ে মুরতাদের পথে যায়েন না। 

আমরা গরু খায় সবজি খাউ মুরগী খায়। আমাদের মরার পর আমাদের দেহ পোকা মাকড় খায়, সেই পোকা কে আবার পাখি মুরগী এরা খায়, মাটিতে ঘাস হয় সেই ঘাস গরু ছাগল খায়।

আল্লাহ্‌ সব কিছুর সৃষ্টিকর্তা , তিনি ভালো করেই জানেন দুনিয়া কীভাবে চললে উত্তম।
এই যে সুন্দর করে করে চক্র চলতিছে এটা এমনি এমনি হয়ে যায় নাকি আল্লাহ্‌ই এভাবে হুকুম দিছেন বলে চলে?

আর যারা ভেজিটেরিয়ান তাদের দাবি তারা শাক সবজি খেয়ে বহুত প্রানির উপর মায়া দেখায়!! অথচ তারা ভুলে যায় উদ্ভিদেরও প্রান আছে!!!
তাইলে প্রানের প্রতি এতই ভালোবাসা দেখাতে চাইলে এখন থেকে শুধু পানি পান করে থাকতে হবে(!)




আমাদের কোরবানির গোস্ত শুধু নিজের খাওয়ার জন্য না কিংবা বলি দিয়ে নদিতে ফেলে দিয়ে অপচয় করার জন্য না বরং মুসলিমদের কোরবানির খাবার ( গোস্ত) গরিব অভাবি, আত্মীয়স্বজন, ও নিজের খাওয়ার জন্যই । 

প্রানির প্রতি মায়ার উদাহরণ দেখতে চাইলে আমাদের ইসলামেই আসতে হবে।

বনি ইজরায়েল এর পাপি মহিলা শুধুমাত্র কুকুরকে একবার পানি দেওয়ার কারনে আল্লাহ্‌ তাকে ক্ষমা করে দেন।

রাসুল (সা) বিনা প্রয়োজনে গাছের একটা পাতা.....জাস্ট একটা পাতা ছিঁড়তেও মানা করে গেছেন।

রাসুল (সা) তার বাহিনির পথ ঘুরিয়ে নিছেন শুধুমাত্র ঘুমন্ত কিছু কুকুর এর যাতে সমস্যা না হয় তার জন্য, অথচ চাইলেই তিনি কুকুর গুলোকে অন্যদের দিয়ে রাস্তা থেকে সরিয়ে দিতে পারতেন।
শুধু তাই ই না, রাসুল (সা) ঐ কুকুরদের পাহাড়ায় এক সাহাবি কে নিযুক্ত করেন যাতে সম্পূর্ণ বাহিনি না পার হওয়া পর্যন্ত কোন সৈনিক যেনো কুকুর গুলোকে সরিয়ে না দেই!!

- পুরো ঘটনা পড়তে ঃ 

আর কাফেররা আসে মুসলিমদের পশু প্রেম শিখাতে?

ইসলাম ইন্সাফ এর ধর্ম। হক  এবং একমাত্র সত্য ধর্ম। তাই এখানে বাস্তবতাকে অস্বীকার করা হয় না এজন্য পশুর প্রতি ভালোবাসা যেমন আছে তেমন বাস্তবতার প্রয়োজনে পশুকে হত্যা করার অনুমতিও আছে। 

ইসলাম মানুষ এর চাহিদা কে অস্বীকার করে না আবার চাহিদা পুরনের জন্য শয়তানে পরিনত হতেও অনুমতি দেয় না।

যেমন আপনারা কাফেরদের ক্ষেত্রে দেখবেন।
এরা গরুর জন্য খুব মায়া দেখায় আবার গরুর মাংশের মসল্লা আছে বলে মুসলিম মানুষকেই পিটিয়ে মেরে ফেলে! ভাবখানা এমন গরুই সব আর মুসলিমদের প্রান নাই!!!

যেই পশ্চিমারা আমাদের পশুপ্রেম শিখায় ওরাই আমাদের ইরাকে সিরিয়ায় আফগানিস্তানে লাখ লাখ মুসলিম হত্যা করে।
এক ইরাকেই শুধু শিশুই হত্যা করছে ৫ লাখ, বাকি হিসাব বাদ ই দিলাম।

এরা আসে ভালো বাসা শিখাতে?

- Save Bangladesh (ফেসবুক গ্রুপের একটি পোস্ট থেকে নেওয়া )
Next Post Previous Post