Bangla Kobita - বাংলা কবিতা ঃ Premer Kobita Valobasar Kobita | Love Poem Bangla
Premer Kobita Valobasar Kobita | Love Poem Bangla 2024
দূর হতে আমি তাই, তোমায় দেখে যাই
তুমি একটু হাসো তাই, আমি চাঁদের মিষ্টি আলো পাই !
প্রেমের ছোট ছন্দ কবিতা
২. হাজার তারা চাইনা আমি, একটা চাঁদ চাই,
হাজার ফুল চাইনা আমি একটা গোলাপ চাই.
হাজার জনম চাইনা আমি একটা জনম চাই,
সেই জনমে যেন শুধু তোমায় আমি পাই !
৩. তুমি আমার রঙিন স্বপ্ন, শিল্পীর রঙে ছবি,
তুমি আমার চাঁদের আলো, সকাল বেলার রবি,
তুমি আমার নদীর মাঝে একটি মাত্র কুল,
তুমি আমার ভালোবাসার শিউলি বকুল ফুল !
Bangla Kobita - বাংলা কবিতা ঃ
৪. দিন যায় দিন আসে, সময়ের স্রোতে ভেসে,
কেউ কাঁদে কেউ হাসে, তাতে কি যায় আসে,
খুঁজে দেখো আসে পাশে,
কেউ তোমায় তার জীবনের চেয়ে বেশি ভালোবাসে !
৫. দুঃখ আছে মনে মনে,
বলবো আমি কার সনে,
শোনার মতো মানুষ নাই,
তাই নিজের কষ্ট নিজেই পাই,
যেদিন পাবো তার দেখা,
বলবো আমার মনের সব কথা !!!
৬. আমি হলাম আকাশ, কষ্ট আমার মেঘ,
জোস্না আমার আবেগ, বৃষ্টি আমার কান্না,
রোদ আমার হাসি, কি করলে বুঝবে-
বন্ধু তোমায় আমি কত ভালোবাসি !
৭. তুমি বৃস্টি ভেজা পায়ে সামনে এলে মনে হয়-
আকাশের বুকে যেন জল ছবি এঁকে যায় .
তুমি হাসলে বুঝি মনে হয়,
স্বপ্ন আকাশে পাখি ডানা মেলে দেয় !!!
সুন্দর কিছু বাংলা কবিতা
- সুলতানা সুমি
এই ধর যেকোন একটা শান্ত বিকেলে
কোন পরিকল্পনা ছাড়াই বেরিয়ে পরলাম দুজনে
কোন বাধা ধরা সময় কিন্তু চলবে না
আচ্ছা তুমি আসবে তো??
আমি কত দিন ফুচকা খাই না?
কত দিন ঝাল ঝাল বলে চিৎকার করি না?
কত দিন শাড়ি পড়ি না?
কত দিন টিপ পড়ি না?
আমি এখন আর হুটহাট বৃষ্টির কবলেও পড়ি না?
ইচ্ছে করেই ছাতা ছাড়া বেরোই
বৃষ্টিতে ভিজবো বলে
অথচ দেখো এখন আর হুটহাট বৃষ্টিও আসে না
হয় তো তুমি নেই বলে।
তোমাকে কত কি যে বলার ছিল আমার।
এই যে তোমার এই দীর্ঘদিনের অনুপস্থিতি
আমাকে যে কতটা পোড়াচ্ছে
তা যদি তুমি জানতে?
তুমি আসলে কি ছিলে আমার।
দুই বছর তিন মাস বার দিন হয়ে যাচ্ছে,
আমাদের দেখা হয় না
সে খেয়াল কি আছে তোমার?
গাড়িঘোড়া চলে?
রিক্সা চলে না?
কত দিন রিক্সায় উঠিনা বলতো?
কত দিন করা লিকার দিয়ে চা খাওয়া হয় না।
শুধু একটা দিন
নয় তো একটা বেলা
হবে কি সময়?
না সে সময় কখনোই তোমার হবে না
এটা বুঝেও এই যে আমি
এতো জল্পনা কল্পনা করি
তা হয় তো ভিত্তিহীন
তুমি তো শুধু কল্পনাতেই থাকো।
বাস্তবে তো সেই কবে চলে গেছো
তারাদের দলে।।
Bangla Romantic Premer Kobita
আমাকে?
খোঁজে লাভ নেই,
©মুক্তা আক্তার
চলেই তো যাচ্ছো তবে কপালে এঁকে দিয়ে যাও শেষ চুম্বন!
তোমার সেই শেষ চুম্বনে ছিলো না কোন আদর,
ছিলো না কোন তৃপ্তি!
সেই চুম্বনেই তো ছিলো আমার কাছে থেকে তোমার চিরতরের মুক্তি।
হয়তো এরপর একই শহরে থেকেও আমরা হয়ে যাবো অপরিচিত!
হঠাৎ দেখা হলে তুমি চোখ ফিরিয়ে নিতে হবে দারুন ব্যস্ত।
আমিও পাশ কাটিয়ে চলে যাবো বুঝিয়ে দিবো আমিও পেরেছি
তোমাকে নিদারুণ ভাবে ভুলে যেতে।
তোমাকে যত দূরত্বে রাখতে চাই তুমি ততটা কাছে চলে আসো,
তুমি কোথাও নেই অথচ আমার সমস্ত অনুভূতিতে মিশে থাকো!
আমার সময় গুলো ঘড়ির কাঁটায় আটকে গেছে,
একটা প্রশ্নের উওর কখনো খুঁজে পাইনি আমরা এমন কেন?
একজন চায় চির মুক্তি,
আরেক জনের বুক ভেঙ্গে যায় তবুও ধরে রাখার জন্য দাঁড় করায় না শত যুক্তি।
দু'চারটে লাইনে কিভাবে সংজ্ঞায়িত করি তোমায়।।
ছিলো ভালোবাসা,,,,
আপনাকে ঘিরে কোন কামনা ছিলো না,,
ছিলো পুরোটাই মুগ্ধতা,,,,
দিচ্ছে গাছে জল,
ভিজে গেছে শুকনো পাতা
গল্প আমায় বল।
আরো দেখুনঃ
➤মেয়েদের ইম্প্রেস করার Status
➤নারীবাদ এর সুফল কুফল
কতো রূপ হয়
বৃক্ষের মতো ছায়া দেয়
মাঝে মাঝে ধূপ হয়
বাইরে থেকে কঠিন
আবার নরম ভেতর থেকে
যেমন ঠিক দেখি, আমরা
নারকেল টাকে ।
ভালোবাসে তারাও খুব
সর্বোস্ব উজাড় করে
কষ্ট পেলে পারেনা তারা
কাঁদতে মন ভরে।
তারা তো পুরুষ, পুরুষ
নাহি কাঁদে...
কাঁদলে তারা কেমন জানি
বিবেকে বাঁধে...।
ওরা ও তো মানুষ
তাদের ও মন থাকে
কষ্ট পেলে কেমন জানি
হৃদয়ে লুকিয়ে রাখে ...।
সারা দিনের পরিশ্রম
বাড়ি ফিরে আসে
খিটখিট না করে, ও বউরা....
নিও ভালোবেসে....।
নারীকে যতই ভালোবাসো
পূর্ণতা নাহি পায়
যতক্ষণ না পুরুষ তাকে
বুকে স্থান দেয়...।
যতই সুন্দরী নারী তুমি
পূর্ণ নাহি হও
পুরুষেরই ভালোবাসায়
পূর্ণতা পাও।
ওগো নারী.. রাগ করো না
সত্যি আমি কইছি
পুরুষ জাতির সমস্যা টা
একটু তুলে ধরছি ....
একে অপরে ছাড়া
উভয় অপূর্ণতাই রয়
স্বামী স্ত্রী কে তাই তো সবাই
অর্ধাঙ্গীনী কয়......।
কষ্টের ছোট কবিতা ২০২৪
দেখা যায়,কান্নার সময় টপ-টপ করে বেয়ে পড়া অশ্রু গুলোও!
কিন্তু দেখা যায়না শুধু,
অশ্রুর সাথে মিশে থাকা কষ্ট গুলো!
Premer Kobita Valobasar Kobita
আমায় ছেড়ে চলে যাবেন,
তবে কিছু উত্তর দিয়ে যাবেন.....!"
কতটা আক্ষেপে আপনাকে
পাওয়া যাবে?
ঠিক কতটা অনুশোচনার মাঝে
আপনি থাকবেন?
কতটা অভিযোগে আপনি থাকবেন?
তাহলে একটু না হয়ে বলে যাবেন
কতটা অনুতাপে পাবো আপনাকে?
আপনি আবারও আমার হবেন?
আমার যত আকুতি,
আমার যত আর্তচিৎকার,
আপনি শুনতে পাবেন???......
অবহেলার অজুহাতে হয় তার শেষ ঠিকানা..!
সময়ই করে দীর্ঘদিন একসাথে চলার পরও পর।"
Love Poem Bangla - Bangla Premer O Romantic Kobita
বলেই তুমি বেঁচে গেছো,,,
আমি তো বেঁচেও মরে আছি,,,"
যেখানে তোমায় পাবো না জেনেও
সহস্র বছর অপেক্ষা করে বসে থাকা
নিড়ে ফেরা পাখির মতো চেয়ে থাকা
ঘড় ভেঙে যাওয়া পাখির মতো আহাজারি করা
এই সমস্ত কিছুই অর্থহীন!
সেখানে মায়া বাড়িয়ে লাভ কি?"
-nishe
ঝরেছে কি দুচোখে বেদনার জল,
ব্যথার স্মৃতি কি এসেছে ফিরে
জ্বেলেছে কি বুকে দুঃখের অনল।।
তবে জেনে রেখো ভালোবাসা আজও আছে,
যুগে যুগে ভালোবাসা এভাবেই বাঁচে।।"
হালকা বাতাস , মেঘে ডাকা আকাশ
বয়ে যাওয়া স্রোত আর শিহরীত মন ।
সেইদিন ....
সেইদিন ঘুচে যাবে চনমলে ভাব ,,
হারিয়ে যাবে ,, ফুরিয়ে যাবে,,
জমিয়ে রাখা সব কথা গুলো ।
না বলা কথা ঝরে পরবে,,,
চোখের জল হয়ে ।
ইচ্ছা থাকলেও বলতে পারব না
কতটা ভালোবাসি তোমায়
থেমে যাবে যেদিন রবে শুধু স্মৃতি
অপেক্ষার পালা হবে শেষ
মুছে যাবে গ্লানি মুছে যাবে কষ্টের ধারা
নতুন আলোয় জাগবে পৃথিবী
ফুটবে ফুল নতুন শাঁখে
বকুল পারুলেরা করবে ছোটাছুটি
নব পল্লবে মুখরিত ধরণী
থাকব না হয়ত তুমি আর আমি
চলে যাব না ফেরার দেশে।
তবে আর নয়,
আর মাথা নত করবো না।
যদি না ভালোবাসা ফিরে আসে
আপন ঘরে।
ছায়া, মায়া কিছুই দেখা দেয়নি।
নিঃশব্দে চারপাশ ,দক্ষিণাল অন্ধকারে!
সব- ই ভাবনা থেকে গেলে,
মিথ্যে বেড়াজালে।
পথ চাইবো না বলেও ভিতর দোটানা মানে না!
অবহেলা করতে শিখে গেছি !
এইতো দেখো দিব্যি আছি ল্যাম্পপোস্টের আলো মেখে।
অন্ধকারে পাই আমি অন্যরকম সুখ,ভুলে থাকার ভান করি তুমি নামক অসুখ!
বড্ড ভালোবাসি,
তোমার মনের সুপ্ত কথা
মনের ভাষায় বুঝি।
-মুহাম্মাদ মাবিমু
তোর জন্যই হেরে গিয়েও পায় যে জেতার স্বাদ।
কিভাবে ভাবো সে আসবে তোমার লাশের পাশে আঘরবাতির ঘ্রানে?
তবুও যদি ডাকো তুমি
নিঃশেষ হতে চলা আলো নতুন করে উঠবে জ্বলি।
হোক সে মোহ,
যদি বাড়াও হাত তুমি
ঝেড়ে ফেলে দ্বিধা মনকে বলবো চল আশায় বুক বাঁধি।
হোক মিথ্যে প্রবোধ,
ও'মুখে যদি বলো তুমি
কালো মেঘে বর্ষণ ঝরিয়ে আকাশ হবে নীল।
হোক দুঃসাধ্য
যদি চাও তুমি
অতীত খুঁড়ে এনে দেবো ছুড়ে ফেলা গোলাপ খানি।
হোক ছলনা,
একবার ছুঁয়ে দেখো তুমি
বসন্ত বিকেলে বেদনা উড়িয়ে দেবো শিমুল তুলোর মত।
হোক প্রলোভন কিংবা আরো কিছু
বিষাদ ঢালার প্রস্তুতি,
তবুও একবার বলো তুমি ভালোবাসি!
আকাশে বাতাসে জানিয়ে দেবো আমার
আকুতি-
ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি!.
বাংলা প্রেমের কবিতা - Bangla Premer Kobita, Romantic Kobita
কারণে অকারণে ফিরে ফিরে চাই।
মিষ্টি চাহনিতে দৃষ্টি ফেরেনা,
এ কোন রহস্য খোঁজ মেলেনা।
নীল সমুদ্র যেন নাই তার কুল,
দৃষ্টির অসীমে হারিয়ে যে যাই
তুমি ফিরে তাকালেই ফোটে যেন ফুল।
তাতেই সুখের নদী প্রেম অভিলাষ।
কালো নীল মনি জুড়ে স্বপ্নের দেশ,
যতই দেখি তবু থাকে তার রেশ।
নয়নের নীলে দেখি সুখের এক মেলা,
পলকে পলকে তুমি কবিতার রাণী
তোমার নয়ন দেখে কাটে মোর বেলা।
শুরু হলো ভোরের রেশ।
তোমায় আমি এতো ডাকি,
এখন তুমি খুলো আঁখি।
শীতের এই মিষ্টি ভোরে,
জানাই তোমায় মৃদু সুরে
শুভ সকাল।
গভীর সমুদ্রের নীরবতা
বিশাল আকাশের নীল,নীল নীরবতা,
যদি তুমি বৃষ্টি ভালোবাসো
শ্রাবণের মেঘের বৃষ্টি,
অঝোর ধারায় ঝরতে থাকা বৃষ্টি,
যদি রোজ স্বপ্নে আসতে পারো
শেষরাতে জাগিয়ে ভাবতে বাধ্য করো
তবে তোমাকে ভালোবাসি।
মায়াভরা একটা ক্ষণ, তুলনাহীন মায়ার,
যদি ক্লান্ত দুপুরের ভাবনা নিয়ে আসতে পারো
যদি হতে পারো চুপচাপ গেয়ে যাওয়া প্রিয় সুর
তবে হেটে যেতে পারি দূর হতে দূর বহুদূর।
যদি হতে পারো শেষ অপেক্ষার শেষ ইচ্ছা
অনুভবের অনাবিল অনুভূতি
অগোছালো কবিতার প্রতিটি লাইন
তবে তোমাকেই ভালোবাসি।
হয়না কখনো সত্য।
কালজয়ী সীমারেখা,
অকালেই যেন লিপ্ত।
ঝুম বৃষ্টি আনবো কুড়িয়ে।
বৃষ্টি ফোঁটার প্রতিটি টিপ,
পরাবো তোমায় আলতো করে।
রূপে হবে অনন্য।
কালজয়ী সব মহাপুরুষেরা
প্রেমে হবে নগন্য।
হবে কি সব সত্যি?
জোছনা রাতে নৌকা চড়ে,
ঘুরবে কি রাত অবধি?
সীমানা জয়ের গল্প।
অকালেই সব পার হয়ে যাবে,
সময় যে খুব অল্প।
পেরিয়ে যাবে সময় যে কখন।
অতৃপ্ত আওারা ভর করবে
শতাব্দীর ঘর ধরে।
অন্তিম বিকেলে,
একাকি বট তলে,শতাব্দী ধরে।
হাঁটবে তুমি তাল হারায়ে।
সসীম বনের পথ ধরে,
কালজয়ী এক অধ্যায়ে।
চুড়ি পরবে হাত ভরায়ে।
রিমিঝিমি শব্দে যেন,
পাগল হবো মন মাতায়ে।
মন থেকে আমায় মুছোনা।
অপেক্ষারত আমি না হয়,
পার করবো শতাব্দীটাই।
তোমার অপেক্ষায়।
By: Sunzida Chowdhury অসম্ভব সুন্দর প্রেমের কবিতা
তবে মনের বিরুদ্ধে,,
প্রিয় মানুষ গুলো কে ভীষণ রকম মিস করি,
মনের অজান্তে নানা কথার পহাড় জমিয়ে আশায় বুকে বাসা বাঁধি আর ভাবি , ও বা ওরা ফিরে এলে মনের মাঝে জমে থাকা কথা গুলো ঘন মেঘের বর্ষণ হয়ে ঝরাবো...!!
আমি আমার মতো করে দেখি আমার পৃথিবী
আর ভাবি,,
ভাবনার আর বাস্তবতা ব্যপক ব্যবধান,, কোথায় তিল পরিমান মিল নেই,,
ওরা ভালো আছে..!!
ও ভালো আছে..!
সবাই সবার জগৎ সাজিয়েছে নতুন আকাশে--
ভালো থাকিস তুই,,
ভালো থাকিস তোরা.!
তোদের ভূবনে আর আমার হবেনা আনাগোনা..
যখন বেলা শেষের ধূন বাজে গোধূলির রঙে
যখন পায়ে পায়ে আঁধার ঘনায়
সব কানাগলি পথে
তখন তুমি কি করো?
তোমার হৃদয়ের তারে কি বেহাগের সুর উঠে?
আমি তখনও স্বপ্নের ভ্রুণ পুষি
জঠরের ওম মাখা ঘরে!
বেহাগ কে টেনে ধরি ভৈরবী তানে
দাওয়ায় বসে ত্রস্ত হাতে মিহি জাল বুনি
বড়ছোট সকল স্বপ্ন যেন
বাঁধা পড়ে ওই চিকন জালে!!
অস্তাচলের দিবাকর কেবলই উচাটন হয়
কেবলই যাব যাই করে
সোনারঙ আকাশের কোনে!
বিদায়ের বাঁশি অকারণে কুহু কুহু গায়!
আহারে একদিন ভালোবাসা ছিলো!
কতো স্বল্পায়ু নিয়ে তুমি দ্বিরাগমনে যাও!
আমার জাল বোনা শেষ হবেনা কভু
কিম্বা তোমার বেহাগের তান!
দ্বিমুখী স্রোতের মাঝে কেন এতো প্রেম দিলে প্রভু
জোয়ার আর ভাটায় কি প্রেম হয়?
কিম্বা উদয় আর অস্তাচলে?
যদি নাই দিলে মিলনের প্রয়াস
কেন এতো ভালোবাসা বলো!
-পান্না আহমেদ
১৪/১২/২০১৯
করেছো শুধু অবহেলা,
ভালোবাসার নামে সময়ের ব্যবহারে
অামায় দিয়েছে শান্তনা।
অামায় দিয়ে গেছে যন্ত্রনা,
বিশ্বাসের নাম নিয়ে পুতুল খেলা
অার কত হবে কেউ বলে না।
যতদিন রবে এইসব ভালোবাসা,
কষ্ট পাওয়ার শেষ হবে না
পাওয়া যাবে না সত্য ভালোবাসা।
পারিনি অামি এই কষ্ট সইতে
প্রতরনাকে ঘৃনা করি তাই
সততার মাঝে থাকি বহমান।
- প্রথম প্রেমের কবিতা
- গভীর রাতের প্রেমের কবিতা
- পুরনো প্রেমের কবিতা
তুমি সে ঠিকানায় অবহেলা ভাসিয়েছ!
তুমি যে ঠিকানায় সুখ খুঁজেছ
আমি সে ঠিকানায় আমার অস্তিত্ব হারিয়েছি!
দিন শেষে আমি শূন্য আর তুমি পূর্ণ!
কেবল দুঃখি মানুষগুলো অনলাইনে পড়ে থাকে অকারনে।
~মুশফিকুর রহমান।
নিজেকে-ই নিজের বুঝে নিতে হয়।
অতীতস্মৃতি, জমানো কষ্ট, চাওয়াপাওয়ার অপূর্ণতা ভেসে বেড়ায় দু'চোখে!
অভিমান জমেছে খুব, ভালোবাসা বাড়ালো
কুয়াশাতে ঢাকা নগর, শিশির জমলো পাতায়,
চিঠিতে জমেছে ধুলো, ঠিকানাহীনতায়।
কি হবে এত কিছুর লোভ লালসা করে।
যাবেনা তো কিছু সাথে করে।
থাকতে হবে যে চিরকাল ওই পরপারে।
আমার সামনে পিছনে শত বাঁধনের বন্ধন।
আমি অগোছালো,
গোছাতে গিয়ে আঘাতে আঘাতে জর্জরিত।
আমি বেহিসাবি,
আবার হিসাবের তালগোল পাকিয়ে ফল হয় শূন্য।
যদিও আমি স্বাধীন,
সর্বত্রই আমি আবার পরাধীন।
আমি আমার মত,
পরোক্ষনেই আমি হয়ে যাই একই পথে বিচ্যুত।
আমি যাযাবর,
আমার আবার যাওয়ার মত নেই কোন প্রান্তর।
আমি দিশাহীন,
দিগ্বিদিক ছুটতে থাকা এক বদ্ধ উন্মাদ।
আমি আমাতেই বাঁচি, আবার আমার মরণ কামনায় হয়ে যাই মাতাল।
বইতে পারি শক্তি বেজায় ভয় করি না অতো।
একটা তুমির যখন তখন থাকবে ফুলে গাল,
সেই তুমিকে বাসবো ভালো ভীষন নির্ভেজাল।
বলবে কেঁদে কানের কাছে হাত রাখোনা হাতে।
একটা তুমি থাকলে তবে করবো হাজার ভুল,
দীঘল খোঁপায় উঠবে হেসে এক ফাগুনের ফুল।
বুকের মাঝে আকড়ে ধরে থাকবো দিবাযামী।
একটা তুমি ঘরটা জুড়ে আনবে সুখের বান,
সেই তুমিটার জন্য আহা মন করে আনচান।
থাকবো দারুন শান্তি সুখে আনন্দে ঝিলমিল।
একটা তুমি আমার হলে চাই না কিছু আর,
দু'জন মিলে গড়বো অপূর্ব সংসার। ( সংশোধিত )
কী লিখবো, বল।
তোর জন্য কোথায় আমি শব্দ কুড়োব?
শব্দেরা দখল হচ্ছে কাতারে কাতারে,
তুই তো মরুভূমির অনুর্বর, অকৃষি জমিতে পাথরের বুক ফুঁড়ে জীবনের অস্তিত্ব এনেছিলি।
বহুতলার নগর ভবনে আয়েশ করে থাকাকে কী জীবন বলে?
ইট পাথরের চতুর্ভুজে কোন সুখ নেই।
কাদামাটি পুড়িয়ে বানানো ইটকে পলেস্তারে লেপটে দিলেই কী কাদামাটির বুক চাপড়ানো চিৎকার থেমে যাবে?
ধুতুরার ফুল চিবুতে চিবুতে ইচ্ছে করে নিথর হয়ে যেতে।
সবাই বলে সৌরজগতে আটটি গ্রহ আছে।
আচ্ছা, তুই বল একেকটা মানুষ কতটা মৌলিক গ্রহ হলে পড়ে সে জাবেদার ইতি টেনে শেষে জীবন সমীকরণ অনায়াসেই যোগ বিয়োগে শুন্য করে নিরপেক্ষ করে ফেলে।
ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ ছাড়া দিল খুলে একটু বলতে পারে না কিছু।
ব্যঞ্জন জীবনে সবারই স্বরবর্ণের ঊপর ভর করে গল্পগুলোর চরিত্র মেলাতে হয়।
আমার স্বরবর্ণ তুই ছিলি।
সবকিছু কী পারফেক্ট হয়?
নাহ। হয় না।
তুই সম্পূর্ণ একাকীত্বে আমার মন পবনে স্বাধীন প্রজাপতি।
যখন মন খারাপ হতো বুঝে ফেলতি
ইনবক্সে টৌকা দিয়ে জিজ্ঞেস করতি,
" তোর কী হয়েছে? মন খারাপ কেন?"
আমি অবাক হয়েও অবাক হতাম না।
জানি সম্পর্কের বিক্রিয়া ইলেক্ট্রনের আধানের মতোই বিনিময় মেনে চলে।
তোর ভালবাসা নিরেট পান্ডুলিপির খসড়া ছিল না
তুই বরাবরই সম্প্রদান কারকের ঊপযুক্ত ঊদাহরণের বিশুদ্ধ সংস্করণ।
মন হতে মগজ অবধি তোর শাসনে স্নায়ুদের বশ্যতা আমায় বিস্ময় করেনি একটি মুহূর্তও।
তোর দাপটে আমি মূল্য ছাড়াই রেজিষ্ট্রি কর দিয়েছিলাম অন্যের দখলে থাকা আমার নিষ্কন্টক মন।
বিবর্তনের বিবর্তনে কত কিছুর রূপ বদলায়।
হাইব্রিড ভালবাসার ঊদগীরণে ঊত্তপ্ত লাভায় ঝলসে যায় আমার আধফোটা কলির মতো অতৃপ্ত মন।
তোকে পেয়ে আমি কত কিছুই পেয়েছি
প্রেম নাকি মনের সাথের মনের মেল বন্ধন
অথচ
প্রেম হলো মন রসায়নে হরমোনের খেলামেলা।
কাছের মানুষ, মনের মানুষ একটু হাত বাড়ালেই ঘুচে যায়,
ট্রাফিক সিগন্যালে আটকে থাকা মনের কপাট।
শালা বন্ধুত্বের প্রেম কত জীবন্ত তা বুঝেছিস কখনো?
কিছু কথা হাপিত্তেস করে যখন বলবার কোন জায়গা থাকে না;
তখন মেরুরেখার গতি ধরে তোর কাছে ছুটে যাই খসে যাওয়া তারার মতো
তুই তো শ্যাওলা জমাট ঊঠোন দেখেছিস,
ঝড়ে কাঁপা ডেরা ঘরের কাদা দেখেছিস,
সাপে কাটা রোগীর গায়ে নীলাভ রঙের ঘোর দেখেছিস,
ইসটিশানে কত্তো হরেক নানান পদের লোক দেখেছিস,
আমার মতো মন কাতুরে জন দেখেছিস?
সেই আমিটা তোর সাগরে নোঙর ফেলা নাও দেখেছি
আস্ত বড় আকাশ তক মন দেখেছি।
তোদের কাছে ঊদার বড়ো প্রেম শিখেছি
সুখের মাঝে হাট বাজারে ঊতলা এই মন মাঝারে
সবার সাথে চলতে গিয়ে কত হিসেব গুলিয়ে গেছে।
কী কবিতা লিখব? তোর জন্য অভিধানে শব্দ নাই
মগজ ভর্তি গোবর আর জমাট কালো রক্তের টিবি।
সম্পর্কের গন্ডি টাকার নোটে বাঁধা পড়ে গেলে
মন আর মন থেকে আঘাত পায় না বন্ধু
আমিও আঘাত পাইনি।
নিজেকে বার বার মন কেঊটে দংশন করেছে অজস্র বার
ছোবলে ছোবলে আমি অভিযোজিত হয়েছি বিষের নগরে।
ওরা আমায় নিজের মতো আপন করে ফরমালিটিতে ফেলে দিল।
আমি নিরপেক্ষ রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত মহাসচিব,
তবে কোন দলেই আমার কোন সমর্থন নেই।
পৃথিবীর দোপেয়ে মানুষগুলো মুখে জিপার টেনে
সত্ত্বাকে হত্যা করে গলাটিপে আর তুই?
ডক ডক করে মদ গিলে হৃদয়ের অনলে নাকি প্রশান্তির জল ঢালিস।
আমি সব জেনে অচেনা ঊপত্যকায় কুঁজো হয়ে হাঁটি
তোর স্বপ্ন তোকে আশার আকাশে ঊড়িয়ে ঊড়িয়ে
গোত্তা খাওয়া ঘুড়ির মতো বার বার নিচে নামায়।
আমি কারোর জন্যে অপেক্ষায় নেই
ধূপ জেলে হৃদয়ের মাতামে ছোয়াবো প্রশান্তির নির্যাস
তুই থাকবি। সবাই থাকবে।
আমিও থাকবো।
ব্যস্ত রাজপথে আমি নাইট কোচ সার্ভিস।
পারাপার করবো গন্তব্যের যাত্রী।
আমার কোন ব্যথা নেই
আমার কোন কষ্ট নেই
আমি গিলে গিলে হাসিমুখে চিন্তার প্রশান্তি জহর পিয়ে খাব চােখ বুঝে।
চামড়া কুচকানো দুইগালে হাত
দিয়ে গভীর দৃষ্টিতে তাকিয়ে
তখনও কি বলবে আমায় ?
ভালোবাসাটা একটুও বদলায়নি
বরং তীব্র থেকে তীব্রতর
হয়েছে বারবার,,,,
যেথায় কিছু বখাটের বখাটেপনা চলতে থাকে
হয়েছিলাম তাদের লালসার শিকার দিনদুপুরে
যে যার ইচ্ছে মজা লুটিয়ে নিলো আর চলেও গেলো,
প্রথমবার মেয়ে হয়ে জন্মানোর জন্য দীর্ঘশ্বাস ফেললাম
লোকের মুখে মুখে আজ হতে আমিও কি ধর্ষিতা নাম পেলাম?
কেউ হয়তো ভালোবাসার চোখে আর দেখবে না আমায়
ডাকবে না তিথি নামে নতুন নামকরণ যে হলো ধর্ষিতা
স্তব্ধ হতে লাগলো আমার চারপাশ ভারি হচ্ছে নিঃশ্বাস
বখাটেদের মিনিট পাঁচেক এর আনন্দ
ভাসিয়ে দিলো আমার পথচলাকে অনিশ্চয়তার পথে
না আমি ভীরু নয়,তবে সমাজের উপহাসে ভেঙে পড়ি
এতো অবজ্ঞা স্বত্বেও আত্মহত্যার পথ বেছে নিইনি
আত্মবিশ্বাসকে আরো জোরদার করে
পুরোনো তিথি'কে আবারো পুনরুদ্ধার করি
এমন সময় তুমি এলে ভালোবাসো আমায় জানাতে
সেদিন খুব করে হেসেছিলাম,অট্টহাসি বলা যায়
কি জানো আমার সম্পর্কে?অতীত শুনে পিছিয়ে যাবে নিশ্চয়
তুমি নাছোড়বান্দা ছিলে জানতে কি এমন ঘটেছিলো
তাই আবারও টেনে আনলাম অতীত বর্তমানের মাঝে
সবটা শুনে তুমি যা বললে আমি হয়তো আশাও করিনি
বললে,
"তোমার অতীতটা জেনে আরো বেশি ভালোবাসলাম তোমায়
আর নিজেকে ধর্ষিতা বলবে না কখনো
তবে ওই বখাটেদের দেখলেই ধর্ষক বলাটা ভুলো না"
সত্যি পূর্ণ করলে আমায় তুমি তোমার ভালোবাসায়