কুরবানির ঈদ মোবারক ২০২৪ | ঈদুল আযহার ইসলামিক photo | ৩০০+ ঈদ মোবারক ছবি পিকচার কবিতা শুভেচ্ছা এস এম এস ও photo 2024
ঈদ মোবারক | ঈদ মোবারক ছবি পিকচার কবিতা শুভেচ্ছা এস এম এস ২০২৪
ঈদ মোবারক
সহিহ হাদিসের আলোকে ঈদের রাতের আমল ও ঈদের দিনের আমলগুলো
ঈদের রাতের আমলের ব্যাপারে কয়েকটি হাদিস এসেছে। তবে, মুহাদ্দিস ইমামগণ সর্বসম্মতভাবে সেগুলোকে ‘দুর্বল’ বলেছেন। তবে, যেহেতু সাধারণ ফজিলতের ক্ষেত্রে দুর্বল হাদিসের উপর আমল করতে অসুবিধা নেই, তাই অধিকাংশ আলিম ঈদের রাতে আমল করা ‘মুসতাহাব’ (ভালো কাজ) গণ্য করেছেন। অতএব, কেউ চাইলে ঈদের রাতে আমল করতে পারেন। [হাশিয়াহ ইবনু আবিদিন, আল-উম্ম লিশ শাফি‘ঈ, মাজমু‘উ লিন নাবাবী]
.
হাদিসে এসেছে, ‘যে ব্যক্তি ইবাদতের উদ্দেশ্যে দুই ঈদের রাতে জেগে থাকবে, তার অন্তর সেদিন মরবে না, যেদিন অন্তরগুলো মরে যাবে।’ (অর্থাৎ, কিয়ামতের দিন তার ভয় থাকবে না) [ইবনু মাজাহ:১৭৮২, হাদিসটি দুর্বল। ইমাম নববী (রাহ.), ইবনু হাজার (রাহ.), গত শতাব্দীর আলবানী (রাহ.)-সহ প্রায় সকল মুহাদ্দিস হাদিসটিকে দুর্বল বলেছেন।]
.
অধিকাংশ আলেমের মতে, কেউ চাইলে এই রাতে আমল করতে পারেন। তবে, এই রাতে ইবাদতের বিশেষত্ব নিয়ে কোনো সহিহ হাদিস সাব্যস্ত হয়নি। কোনো বিধান প্রমাণের ক্ষেত্রে ‘সহিহ’ হাদিস জরুরি, কিন্তু ফজিলতের ক্ষেত্রে অধিকাংশ আলিম শর্তসাপেক্ষে ‘দুর্বল’ হাদিসকেও আমলে নিয়েছেন। কোনো কোনো আলেম এই রাতকে গুরুত্ব দিয়ে আমল করাকে নাকচ করে দিয়েছেন।
.
❑ ঈদের দিনের উল্লেখযোগ্য মাসনূন আমলসমূহ:
.
❖ ঈদুল ফিতরে কিছু খেয়ে ঈদগাহে যাওয়া এবং ঈদুল আযহায় কিছু না খেয়ে যাওয়া।
.
বুরায়দা (রা.) বলেন, ‘রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন কিছু না খেয়ে বের হতেন না এবং ঈদুল আযহার দিনে ফিরে আসার আগে কিছুই খেতেন না। ফিরে এসে তার কুরবানির পশুর মাংস থেকে ভক্ষণ করতেন।’ [দারা ককুতনী, মুসতাদরাক হাকিম: ১/৪৩৩, তিরমিযি: ২/৪২৬ হাদিসটি সহিহ]
.
সুন্নাত হলো, ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে বেজোড় সংখ্যক খেজুর খাওয়া। [সহিহ বুখারি: ৯৫৩]
.
খেজুর না থাকলে অন্য কিছু খাওয়া।
.
❖ ঈদের রাতে ও ঈদের দিনে (খুতবা পর্যন্ত) বেশি বেশি তাকবির দেওয়া। পুরুষ শব্দ করে তাকবির দিবে, নারী চুপে চুপে।
.
ঈদের তাকবিরের শব্দাবলী:
‘আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাল্লাহিল হামদ’ [ইবনু আবি শাইবাহ, সহিহ সনদ]
.
হাদিসে এসেছে, ‘ইবনু উমার (রা.) উভয় ঈদে তাকবির বলে বলে ঈদগাহে যেতেন।’ [মুসতাদরাক হাকিম: ১০৫৬]
.
❖ ঈদগাহে এক রাস্তা দিয়ে যাওয়া ও অন্য রাস্তা দিয়ে আসা উত্তম।
.
জাবির (রা.) বলেন, ‘রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন (যাওয়া-আসায়) রাস্তা পরিবর্তন করতেন।’ [ইবনু মাজাহ: ১০৭৮]
.
❖ সামর্থ থাকলে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া সুন্নাত।
.
আলী (রা.) বলেন, ‘সুন্নাত হলো পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া।’ [তিরমিযি: ১২৯৬]
.
❖ ঈদের শুভেচ্ছা বিনিময়:
.
মুহাম্মদ বিন যিয়াদ আল আলহানী (রাহ.) বলেন, ‘আমি সাহাবি আবু উমামা আল বাহিলী (রা.)-কে ঈদের দিন তাঁর সাথীদের উদ্দেশ্যে বলতে দেখেছি— تَقَبَّلَ اللّٰهُ مِنَّا وَمِنْكُمْ
.
[তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম] অর্থ: আল্লাহ আমাদের ও আপনাদের (নেক কাজগুলো) কবুল করুন। [বায়হাকি: ২/৩১৯, হাসান সনদ]
.
অন্য বর্ণনায় এসেছে, ‘তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা।’
.
তবে, ‘ঈদ মুবারক’ বা এজাতীয় আঞ্চলিক পরিভাষা দিয়ে শুভেচ্ছা জানানোও বৈধ। এতে কোনো সমস্যা নেই। এ ব্যাপারে আলিমগণ একমত।
.
❖ ঈদের দিনে ঈদগাহে অন্য কোন নামায পড়া মাকরূহ। তবে ঘরে এসে দুই রাকাত পড়তে পারেন।
.
আবু সা‘ঈদ খুদরি (রা.) বলেন, ‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের পূর্বে কোনো নামাজ পড়তেন না। তবে নামাজের পর বাসায় ফিরে দুই রাকাত নামাজ পড়তেন।’ [ইবনু মাজাহ: ১২৯৩, আবু দাউদ: ২৫৫]
.
❖ ঈদের নামাজের তাকবিরগুলো:
.
মোটাদাগে এদেশে অধিকাংশ মানুষ ৬ তাকবিরে ঈদের নামাজ পড়েন আর আহলে হাদিস মাসলাকের অনুসারীগণ ১২ তাকবিরে পড়েন। দুটোই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিদের থেকে সহিহ সূত্রে বর্ণিত হয়েছে। সুতরাং এ বিষয় নিয়ে ঝগড়া করা উচিত নয়।
ঈদ মোবারক ছবি
ঐ আমলের মধ্যে সরাসরি আমার নবীজী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নত পাওয়া যাচ্ছে না।
"তাকাব্বালাল্লা
[বাইহাকী ২/৩১৯]
"তাকাব্বালাল্লা
ঈদের পিকচার
ঈদ মোবারক
ঈদ মোবারক photo
ঈদ মোবারক পিকচার
ঈদ মোবারক শুভেচ্ছা বার্তা
ঈদ কার্ড
অগ্রিম ঈদ মোবারক
হুজুর বলল, 'কি সমস্যা?!'
লোকটি বলল, 'আমি কয়েক বছর হলো বিয়ে করেছি। আমার একটি সন্তান আছে। কিন্তু কয়েক মাস ধরে আমি অনুভব করছি, আমি আমার স্ত্রীকে আগের মত ভালবাসতে পারছি না।'
হুজুর তাসবিহ পাঠ বন্ধ করে লোকটির দিকে তাকালেন। মুচকি হাসি দিয়ে জিজ্ঞেস করলেন, 'কেন, আপনার স্ত্রী কি আগের থেকে মোটা হয়ে গেছে?'
লোকটি বলল, 'না। সে আগের মতই আছে।'
হুজুর বলল, 'সে কি এর মধ্যে কোন এক্সিডেন্ট করেছে, যার ফলে তার চেহারা নষ্ট হয়ে গেছে বা কোন অঙ্গ হানি হয়েছে?'
লোকটি বলল, 'সেরকম কিছুই হইনি। আগের মতই আছে।'
হুজুর বলল, 'তাহলে আপনার স্ত্রী কি কোন পর পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে?'
লোকটি এবার একটু রাগত্ব স্বরে বলল, 'না। আমার স্ত্রী নেককার, দ্বীনদার। সে পাঁচ ওয়াক্ত নামাজস পড়ে, পর্দা করে।'
এবার হুজুর বলল, 'তাহলে আপনি যখন রাস্তায় চলাফেরা করেন, তখন আপানার পাশ দিয়ে কোন মহিলা অতিক্রম করলে, আপনি আপনার দৃষ্টি নত রাখেন না। মহিলাম দিকে হারাম দৃষ্টিতে তাকান। এবং আপনি হয়তো পর্ণগ্রাফির প্রতি ঝুকে পড়েছেন।'
লোকটি মাথা নিচু করে আছে। কোন কথা বলছে না। হুজুর লোকটি জিজ্ঞেস করল, 'আপনার সম্পর্কে আমার ধারনা কি সত্যি?'
লোকটি মাথা নিচু করেই বলল, 'জ্বী হুজুর। কিন্তু আপনি কিভাবে জানেন এসব?!'
হুজুর বলল, 'যখন আপনি কোন হারাম কাজে লিপ্ত হবেন, কোন হামার সম্পর্কে জড়িয়ে যাবেন। হারাম খাবেন। হারাম বিছানায় শুবেন এবং হারাম কোন কিছু আপনার নিশ্বাসের সাথে চলে আসবে তখন হালাল জিনিস গুলো আপানর কাছে অপছন্দীয় মনে হবেন। হালাল কোন কিছুকেই আপনি আর ভালবাসতে পারবেন না।'
ঘর আলো: এটি জরুরী যে বাড়ীতে আনন্দ এবং আলোকসজ্জার পরিবেশ তৈরি করার জন্য ঘরটি ভালভাবে আলোকিত করা উচিত। দিবসটি উদযাপনের জন্য রঙিন হওয়া উচিত।
মোমবাতি ব্যবহার: আপনার বাড়িতে একটি রোমান্টিক এবং উষ্ণ পরিবেশ তৈরি করার জন্য একটি অনন্য ধারণা, কারণ এটি বেশিরভাগ অনুষ্ঠানে এবং উত্সব পরিবেশের সাথে খাপ খায়।
লণ্ঠন: লন্ঠন যদিও রমজান মাসের পবিত্র বরাদ্দের অন্যতম তবে গ্রহণের জন্য সেগুলিও কার্যকর।
উজ্জ্বল রঙ: ঈদ এমন একটি অনুষ্ঠান যা পরিবারের সকল সদস্যের মনকে আনন্দিত করে। তাই বাড়ির সজ্জাতে উজ্জ্বল এবং উজ্জ্বল রঙগুলি যুক্ত করা উচিত, কারণ এই দিনটিতে সবকিছু রঙিন এবং উজ্জ্বল হওয়া উচিত।
কাগজের সাজসজ্জা: বিভিন্ন ধরণের কাগজের সজ্জা বাজারে পাওয়া যায় যা joyদে আনন্দের পরিবেশকে বাড়িয়ে তোলে। এবং colorsদের অর্থ প্রকাশ করে এমন সুন্দর রঙ এবং আকার চয়ন করুন।
ডাইনিং টেবিল সাজাইয়া রাখা: ঈদের দিন ডাইনিং টেবিলটি বাকী দিনগুলির চেয়ে আলাদা হওয়া উচিত। থালা বাসন সজ্জিত করা উচিত এবং ভোজ উত্সব পরিবেশের সাথে সামঞ্জস্য করা উচিত।
ব্যানারগুলি হ্যাং: আপনার অতিথিদের একটি নির্দিষ্ট লক্ষণ সহ গ্রহন করুন যা শব্দগুলিকে স্বাগত জানায় এবং ঈদ আগমন উদযাপন করবে।
ফুল: সর্বাধিক আনন্দময় অনুষ্ঠানে উত্সব বায়ুমণ্ডলের সেরা অভিব্যক্তি pleasant এমন একদল তাজা ফুলের সাথে ঘরটি সাজাইয়া ঠিক আছে যা সুগন্ধযুক্ত।
Eidদের আশ্চর্য: :দে আপনার পরিবারের সদস্যদের জন্য কিছু চমক আনার চেষ্টা করুন: যেমন আপনার স্বামী এবং শিশুদের জন্য বিশেষ উপহার কেনা বা এই উপলক্ষে বিশেষ কার্ড উপস্থাপন করা।