ভেষজ চিকিৎসা - লবঙ্গ খাবার উপকারিতা এবং ভেষজ চিকিৎসা লবঙ্গ খাবার উপকারিতা এবং মুখের গন্ধ, ছেলেদের চুল পড়া বন্ধ করার সহজ উপায়

ভেষজ চিকিৎসা   লবঙ্গ খাবার উপকারিতা এবং  মুখের গন্ধ, ছেলেদের চুল পড়া বন্ধ করার সহজ উপায়

  1. লবঙ্গ খাবার উপকারিতা 
  2. লবঙ্গ খাওয়ার নিয়ম 
  3. লবঙ্গ চায়ের উপকারিতা 
  4. লবঙ্গ কিভাবে খেতে হয় 
  5. মুখের গন্ধ দূর করার প্রাকৃতিক উপায়
  6. ছেলেদের চুল পড়া বন্ধ করার সহজ উপায়
১। দাত ব্যথা করছে? সামান্য লবঙ্গ গুঁড়া করে দাত ব্যথার স্থানে রেখে দিন দেখবেন দাত ব্যথা উপশম হবে। লক্ষ করে দেখলে দেখবেন প্রায় সব টুথপেস্ট এ লবঙ্গ ব্যাবহার করা হয়। দাতের যত্নে লবঙ্গ বেশ কার্যকর।

২।গ্রামের বাড়িতে শরিরে সেক দেওয়ার কথা শুনেছেন নিশ্চয়। পিঠে হাঁটুতে বা কোনো জয়েন্টে বেথা করলে সেখানে লবঙ্গ গরম করে সেক দিলে বেথা কমে যাবে। বেশ কিছু লবঙ্গ তাওয়ায় নিয়ে গরম করুন, গরম হলে কাপরে নিয়ে সেক দিন।

৩।বমি বমি ভাব দুরত করতে পারে লবঙ্গ। বম বমি ভাব আসলে লবঙ্গ গুঁড়া আর মধু মিশিয়ে খেয়ে নিন , বমি ভাব দূর হয়ে যাবে।

ভেষজ চিকিৎসা   লবঙ্গ খাবার উপকারিতা
  • ভেষজ চিকিৎসা বই
  •  ভেষজ উদ্ভিদ বই pdf 
  • ভেষজ উদ্ভিদের নামের তালিকা 
  • ভেষজ উদ্ভিদের গুনাগুন 
  • ভেষজ উদ্ভিদ কাকে বলে 
  • ভেষজ উদ্ভিদ ভূমিকা 
  • ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা
৪। ঠাণ্ডা লাগা দূর করতে কিংবা স্বস্তি পেতে লবঙ্গ ব্যাবহার করতে পারেন। লবঙ্গ চা পান করলে ঠাণ্ডা লাগা কমে যাই। জেভাবে আদা চা বানান সেভাবেই লবঙ্গ চা বানিয়ে দিনে কয়েকবার পান করুন।


  মাথা ব্যথা ও বমি ভাব ? 

৫।মাথা বেথা হলে অনেকেই মাথাই কাপড়  বেধে রাখেন। এখন থকে মাথা বেথা হলে কাপরে কিংবা টিস্যু পেপারে লবঙ্গ এর তেল ঢেলে  মাথাই রেখে দিবেন। মাথা বেথা কমে যাবে।


লবঙ্গ এর তেল ধেলে মাথাইয় রেখে দিবেন। মাথা বেথা কমে যাবে।
  1. মুখের দুর্গন্ধ চিরতরে দূর করার উপায়
  2.  মুখের গন্ধ দূর করার স্প্রে 
  3. মুখের দুর্গন্ধ দূর করার খাবার

 মুখের দুর্গন্ধ থেকে মুক্তির উপায়



৬। মুখের দুর্গন্ধ দূর করতে লবঙ্গ ব্যাবহার করতে পারেন। মুখে দুর্গন্ধ হয়া খুবই বাজে ব্যাপার। গন্ধ দূর করতে লবঙ্গ কার্যকর। মুখে কিছু লবঙ্গ রেখে দিন দেখবেন গন্ধ কমে যাচ্ছে।
মিন্ট ব্যাবহার করলেও গন্ধ দূর হয়ে যাই।

৭। ব্রন সমস্যার সমাধানে লবঙ্গ। কিশোর বয়সে ব্রন একটি কমন সমস্যা। যাদের ব্রন আছে তারাই জানে এর কত জালা। ব্রন দূর করতেও লবঙ্গ ব্যাবহার করতে  পারেন।
লবঙ্গ গুঁড়া আর সামান্য মধু মিশিয়ে পেস্ট তৈরি করে ব্রন এর উপর রেখে দিন।


  • অতিরিক্ত চুল পড়া বন্ধ করার উপায়
  •  চুল পড়া বন্ধ করার শ্যাম্পু 
  • চুল পড়া বন্ধ করার তেলের নাম
  •  চুল পড়া রোধে প্রাকৃতিক উপায়



ছেলেদের চুল পড়া বন্ধ করার সহজ উপায়


ছেলেদের চুল পড়া বন্ধ করার সহজ উপায়


৮। বর্তমানে  ছেলেদের অন্যতম ভয়ের বিষয় চুল পড়ে যাওয়া। চুলের ঘনত্ব বৃদ্ধি ও চুল পরা কমাতে নিয়মিত তেলের সাথে লবঙ্গ বেবহারে উপকার পাবেন।

৯। গর্ভবতী মায়েদের জন্য সকাল বেলাই বমি বমি ভাব আসা নিয়মিত অস্বস্তিকর ব্যাপার। লবঙ্গ বা লবঙ্গ গুঁড়া মুখে রেখে দিন, বমি বমি ভাব থাকবে না।

১০। স্ট্রেস ফিল করছেন?  লবঙ্গ চা পান করুন , চা না পেলে লবঙ্গ মুখে রেখে চুষে  চুষে খেলেও স্ট্রেস কমে যাবে।
Next Post Previous Post