পরিক্ষার হলে হাতের লেখা সুন্দর করার ১১ টি উপায় | বাংলা হাতের লেখা চর্চা | বাচ্চাদের হাতের লেখা সুন্দর করার উপায় ২০২৪
Contents
- হাতের লেখা সুন্দর করার কোর্স
- সুন্দর হাতের লেখার নমুনা pdf
- হাতের লেখা সুন্দর করার উপায় pdf
- বোর্ড পরীক্ষার খাতা দেখার নিয়ম
- বাচ্চাদের হাতের লেখা সুন্দর করার উপায়
পরিক্ষার হলে হাতের লেখা সুন্দর করার উপায়।
|
PicCredit : Handwritingofshafiq |
সুন্দর হাতের লেখার নমুনা pdf
১ঃ স্পেস রাখুন
হাতের লেখা খারাপ হলেও জাতে তিচার রা লেখা বুঝতে পারে সেজন্য এক্তি শব্দের পর আরেকটি শব্দের মাঝে স্পেস রাখুন। একটি বাক্যের পর আরেকটি বাক্য শুরুর মাঝে মাঝে ফাকা রাখুন।
দেখতে এবং বুঝতে সহজ হবে।
২ঃ মারকিং
লেখার মুল পয়েন্ট গিলো নীল কালার দিয়ে মার্ক করুন।
টিচাররা সব সময় সব খাতা সম্পূর্ণ দেখার সময় পাই বা তাদের ধৈর্য থাকে ব্যাপারটা এমন না।
অল্প সময়ে অনেক খাতা কাটতে হই তাই তারা সম্পূর্ণ লেখা পড়ে দেখে এটা না। তারা চোখ বুলিয়ে যাই।
তাই আপনি যে প্রশ্নের মুল উত্তর দিয়েছেন সেতা টিচারকে নীল কালার দিয়ে মার্ক করে দেখিয়ে দিন।
আপনার লেখার মুল অংশ গুলো কালারিং করে দিলে টা সহজেই শিক্ষকের নজরে পড়বে এবং মুল পয়েন্ট পড়েই সে বুঝত্র পারবে বাকি অংশে কি থাকতে পারে, আপনি প্রশ্নের উত্তর জানেন কিনা নাকি এম্নিতেই হুদাই খাতা ফুরাইছেন হাবিজাবি লিখে!!!
তখন আপনার খাতার সঠিক মূল্যায়ন হবার চাঞ্চ থাকে।
- বোর্ড পরীক্ষার খাতা দেখার নিয়ম
৩ঃ দাগ টেনে দিন ঃ
সম্পূর্ণ লেখার মদ্ধে মুল মুল লেখার নিচে দাগ টেনে দিন।জেহেতু আপনার হাতের লেখা খারাপ সেহেতু টিচার আপনার সম্পূর্ণ লেখা পড়বে এটার সম্ভাবনা কম।তাই উত্তরের মুল অংশ গুলো জাতে তিনি দেখতে পান সেজন্য লেখার নিচে নিচে দাগ টেনে দিন।
৪ঃ (") এর ব্যাবহার করুন।
একটি লেখার সম্পূর্ণ অংশই সমান গুরুত্বপূর্ণ হই না । পরিক্ষার খাতায় কিছু লেখা মনের মাধুরি মিশান থাকে, কিছু লেখা থাকে নিজের মত করে ব্যাখ্যা আর কিছু লেখা থাকে হুবহু বই এর মত। বই এর লেখকের,কবির,বিজ্ঞানির কথা গুলো কে (") এর মাধ্যমে লিখুন জাতে টিচার জানতে পারে আপনি লেখকের লেখাটা সম্পর্কে জানেন।
Hater lekha sundor korar upay ☞হাতের লেখা সুন্দর করার কৌশল(স্বরবর্ণ)। ভিডিও
৫ঃপয়েন্ট বা লিস্ট আকারে লিখুন ঃ
পয়েন্ট আকারে লিখলে আপনার লেখার মুল তথ্য , যুক্তি ইত্যাদি বুঝতে সহজ হবে।
তাছাড়া পয়েন্ট বা লিস্ট আকারে লেখা পড়তেও সহজ।
আরো সুবিধা হলো পয়েন্ট আকারে নাম্বার পেতেও সুবিধা।
১০ পেজ জগাখিচুড়ি লেখার চাইতে ২ পেজ সুন্দর করে পয়েন্ট দিয়ে দিয়ে লিখলে নাম্বার পাওয়া সহজ হয় । (বিশয়/ক্লাস ভেদে ভিন্ন)
হাতের লিখা সুন্দর করার আচার্য কৌশল# (A+ পেতে প্রথমে হাতের লিখা চমৎকার করা দরকার)
৬ঃ প্যারা করুন
কিছু কিছু বিষয় সব সময় পয়েন্ট আকারে লেখা যাই না , তখন সম্পূর্ণ লেখাকে প্যারা আকারে লিখুন।
৭ঃএক টানে ভুল কাটুন
ভুল হলে হিজিবিজি করে কাটবেন না, বরং এক টানে সম্পূর্ণ ভুল অংশতা কেটে দিন।
এতে খাতার পরিবেশ ঠিক থাকবে দেখতে বিশ্রি লাগবে না।
৮ঃ সঠিক ভাবে কলম ধরা
সঠিক ভাবে কলম ধরা শিখুন। ভুল ভাবে কলম ধরলে হাতের লেখা সুন্দর করা কঠিন। অনেকে কলম কে বল প্রয়োগ করে ধরেন তাতে লেখা অনেক জোর দিয়ে লিখতে হয়। এতে লেখা খারাপ হতে পারে।
কলম কে হাল্কা ভাবে ধরুন এবং হাল্কা চাপে লিখুন।
৯ঃ উদাহরণ দিন
পয়েন্ট বা প্যারা তে উদাহরণ দিতে চেষ্টা করুন। এতে করে আপনি কোন বুঝে উত্তর লিখেছেন সেতা বুঝতে সহজ হবে।
আপনি যে লেখাটা বুঝেছেন উত্তর বুঝে দিয়েছেন টা উদাহরণ এর মাধ্যমে প্রমান করা সহজ হবে।
১০ঃসঠিক কলম নির্বাচন
সবাই সব ধরনের কলমে সুন্দর লিখতে পারে না। কেও মোটা নিপে লিখে কেও চিকন নিপে।আপ্নার জন্য কোন ধরনের কলম বেশি আরামদায়ক টা যাচাই করুন।
১১ঃ হাত এবং কবজি নমনীয় করা :
‘
লেখা শুরুর আগে আমি আমার হাত হালকা করে নিই এবং কবজি দুটোকে হালকা মুচড়ে নিই যাতে এগুলো লেখার জন্য নমনীয় হয়’- হুপার বলেন। ‘বিশেষ করে যদি আপনি একটানা বেশ কয়েকদিন ধরে না লিখেন তাহলে অন্যান্য মাংসপেশীর মতো কবজি বা হাতেও একধরনের জড়তা অনুভব করবেন।’